Advertisement
Advertisement
Vaibhav Suryavanshi

বড়দের দেখে শেখো! ‘রোল মডেল’ গিলের ইনিংসে মুগ্ধ বৈভব, স্বপ্ন দেখছে দেশের হয়ে টেস্ট খেলার

অনূর্ধ্ব-১৯ দলকে এজবাস্টনে ম্যাচ দেখানোর ব্যবস্থা করেছিলেন ভিভিএস লক্ষ্মণ।

VVS Laxman arranged for Vaibhav Suryavanshi to watch 'role model' Shubman Gill masterclass at Edgbaston
Published by: Arpan Das
  • Posted:July 4, 2025 8:00 pm
  • Updated:July 4, 2025 8:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডে ভারতের দ্বিতীয় টেস্টে শুভমানদের ইনিংসের দর্শক ছিল পরবর্তী প্রজন্ম। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের ম্যাচ দেখে বৈভব সূর্যবংশী-সহ ভারতের অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক শুভমান গিল দ্বিশতরান করেন। ‘রোল মডেলে’র ইনিংস দেখে মুগ্ধ ১৪ বছরের ‘বিস্ময় প্রতিভা’ বৈভব।

Advertisement

এই মুহূর্তে ইংল্যান্ডেই আছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ডের তরুণদের সঙ্গে সিরিজ চলছে। সেই ম্যাচ খেলে এজবাস্টনে চলে আসে বৈভবরা। যা সম্ভব হয়েছিল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। সেই কথা ফাঁস করলেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ হৃষিকেশ কানিতকার। তিনি বলেন, “ভিভিএস লক্ষ্মণের মনে হয়েছিল, স্টেডিয়ামে বসে ভারতের ম্যাচ দেখা, ছোটদের অনুপ্রাণিত করবে। যে কোনও উঠতি প্রতিভার কাছেই এই দিনটা স্পেশাল।”

দ্বিতীয় দিনে শুভমান ৩৮৭ রানে ২৬৯ রান করেন। যার সাক্ষী থাকে বৈভবরা। গিলের ডবল সেঞ্চুরি দেখে উঠে দাঁড়িয়ে হাততালিও দেয় তারা। এছাড়া রবীন্দ্র জাদেজা করেন ৮৯ রান। হৃষিকেশ বলেন, “মূল উদ্দেশ্য ছিল, কীভাবে ইনিংস তৈরি করতে হয়, সেটা শেখা। সব বলেই ছয়-চার মারতে নেই। সঠিক গতিতে রান তুলতে পারলেও কাজ হয়। ঠিক যেভাবে শুভমান করেছে। পরে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসব। জানতে চাইব, ওরা কী শিখেছে।”

আর বৈভব বলছে, “আমার খুব ভালো লাগছে। এটা আমার ইংল্যান্ডে বসে প্রথম টেস্ট দেখা। কীভাবে ম্যাচ খেলতে হয় দেখলাম। অনেক কিছুর অনুপ্রেরণা পেয়েছি। শুভমান গিল আমাদের জন্য রোল মডেল। সবারই স্বপ্ন থাকে, দেশের হয়ে লাল বলে খেলা।” ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো ফর্মে আছে বৈভব। তিন ম্যাচে করেছে ১৭৯ রান। তার রান যথাক্রমে ৪৮, ৪৫ ও ৮৬।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ