Advertisement
Advertisement
Washington Sundar

ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরি কেড়ে নিতে চেয়েছিলেন স্টোকস? হ্যান্ডশেক বিতর্কে মুখ খুললেন সুন্দর

কী বললেন ভারতীয় অলরাউন্ডার?

Washington Sundar opens up on handshake controversy

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 14, 2025 1:56 pm
  • Updated:August 14, 2025 1:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যান্ডশেক বিতর্ক ঘিরে একটা সময় উত্তপ্ত হয়ে উঠেছিল ম্যাঞ্চেস্টার টেস্ট। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে ড্রয়ের আজব প্রস্তাব দিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ঘরে বাইরে ইংল্যান্ড অধিনায়কের আচরণের সমালোচনাও হয়েছে। অনেকেই বলেছিলেন, ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরি কেড়ে নিতে চেয়েছিলেন স্টোকস। এবার বিতর্কিত সেই ঘটনা নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

Advertisement

‘উইসডেন’কে বলেন, “এটা যেকোনও খেলাতেই ঘটে, তাই না? কেবল ক্রিকেট নয়, অন্য খেলেতেও তো আমরা এমন অনেক ঘটনা ঘটতে দেখেছি। এটাই খেলাধুলার বৈশিষ্ট্য। সত্যি বলতে, এটা আমাদের সকলের জন্য নতুন অভিজ্ঞতা ছিল।”

ওয়াশিংটন এ কথাও জানিয়েছেন, ঘটনা ভারতীয় দলকে উজ্জীবিত করেছিল। তাঁর কথায়, “একশো শতাংশ তেতে গিয়েছিলাম। যে কোনও খেলোয়াড়কে জিজ্ঞেস করে দেখুন। ওরা একই কথা বলবে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে আপনি সব সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান। সেটাই প্রতিদিন আশা করেন। যখন পরিস্থিতি কঠিন হয়ে যায়, তখন সেটা পেরিয়ে সফল হওয়ার চেষ্টা করেন। মানসিক দৃঢ়তা না থাকলে সেটা কখনওই সম্ভব নয়।”

ম্যাঞ্চেস্টারে রবীন্দ্র জাদেজা তখন ৮৭ রানে অপরাজিত। ৮০-তে ওয়াশিংটন সুন্দর। ভারত তখন ৭৫ রানে এগিয়ে। সেই সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস পারস্পরিক সম্মতিতে খেলা বন্ধ করতে চান। তখনও ১৫ ওভার খেলা বাকি। স্টোকস বুঝে গিয়েছিলেন, ম্যাঞ্চেস্টার টেস্টের ভবিতব্য ড্র। সেই কারণেই তিনি জাদেজা এবং ওয়াশিংটনের কাছে এগিয়ে যান ড্রয়ের প্রস্তাব নিয়ে। করতে যান হ্যান্ডশেক। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন দুই ভারতীয় ব্যাটার। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন ওয়াশিংটন সুন্দর। উল্লেখ্য, ম্যাঞ্চেস্টার টেস্টে দুরন্ত ব্যাটিংয়ের পরিচয় দিয়েছিলেন টিম ইন্ডিয়ার চার স্তম্ভ। রাহুল, গিল, জাদেজা, সুন্দরের ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাচ বাঁচিয়েছিল ভারত। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ