Advertisement
Advertisement
Washington Sundar

ইংল্যান্ডে সিরিজ ড্রয়ের কারিগর, সুযোগ মেলেনি এশিয়া কাপে! হতাশায় ‘দেশ ছাড়লেন’ ভারতীয় তারকা

কোথায় খেলবেন ভারতীয় অলরাউন্ডার?

Washington Sundar signs county contract

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 11, 2025 7:58 pm
  • Updated:September 11, 2025 7:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলার পর সুযোগ পাননি এশিয়া কাপের মূল স্কোয়াডে। ছিলেন রিজার্ভ দলে। সেই হতাশা থেকেই কি এবার ইংল্যান্ডের পথে ওয়াশিংটন সুন্দর? জানা গিয়েছে, কাউন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তবে অনেকেই বলছেন, ২ অক্টোবর থেকে দেশের মাটিতে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি নিতে কাউন্টি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়নশিপ অভিযানের শেষ দু’টি ম্যাচের জন্য হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার। বৃহস্পতিবার ইংলিশ কাউন্টি দল এক্স হ্যান্ডেলে লেখে, ‘চুক্তি নিশ্চিত হয়েছে। স্বাগতম ওয়াশি। ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর আমাদের হয়ে শেষ দু’টি ম্যাচে খেলার জন্য দলের সঙ্গে যোগ দেবেন।’

হ্যাম্পশায়ার তাদের শেষ দু’টি ম্যাচে সমারসেট এবং সারের বিপক্ষে খেলবে। দু’টি ম্যাচে খেলবেন ২৫ বছর বয়সি ভারতীয় ক্রিকেটার। হ্যাম্পশায়ারের ক্রিকেট ডিরেক্টর জাইলস হোয়াইট বলেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ খেলেছিলেন ওয়াশিংটন। তাঁকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য চুক্তিবদ্ধ করতে পেরে খুবই আনন্দিত। সমারসেট এবং সারের বিরুদ্ধে দু’টি বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।”

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের রোমাঞ্চকর সিরিজে ওয়াশিংটন ৪৭ গড়ে ২৮৪ রান করেছিলেন। এর মধ্যে ওল্ড ট্র্যাফোর্ডে আন্তর্জাতিক টেস্টে প্রথম সেঞ্চুরিও ছিল। সেই সেঞ্চুরি ভারতকে ম্যাচ বাঁচাতে সাহায্য করেছিল। তাছাড়াও তিনি ৭টি উইকেটও নিয়েছিলেন। এটা ওয়াশিংটনের কাউন্টি ক্রিকেটে দ্বিতীয় স্পেল। এর আগে তিনি ২০২২ সালে চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে কাপে ল্যাঙ্কাশায়ারে খেলেছিলেন। বাঁ-হাতি তিলক বর্মার পরে চলতি মরশুমে হ্যাম্পশায়ারের হয়ে খেলা দ্বিতীয় ভারতীয় ওয়াশিংটন। উল্লেখ্য, বছরের শুরুতে চারটি চ্যাম্পিয়নশিপ ম্যাচে অংশ নিয়েছিলেন তিলক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ