ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি সমস্যায় জড়ালেন কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম। তাঁর বিরুদ্ধে বিদেশি অনলাইন বেটিং অ্যাপের প্রচারের অভিযোগ উঠেছে। এমনকী পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কি হাজতবাস হতে পারে প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডারের?
আক্রমের বিরুদ্ধে লাহোরে অভিযোগ দায়ের করা হয়েছে। ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে এই অভিযোগ দায়ের করেছেন মহম্মদ ফিয়াজ নামে এক ব্যক্তি। তিনি আক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সূত্রের খবর, পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু করে দিয়েছে।
ফিয়াজের অভিযোগ, খেলার আড়ালে জুয়ার প্রচার করছেন ওয়াসিম আক্রম। ‘বাজি’ নামক এক বিদেশি অনলাইন বেটিং সংস্থার প্রধান বিপণন দূত তিনি। ওই ব্যক্তি ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী আক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। যদিও এই অভিযোগ নিয়ে আক্রমের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংবাদ সংস্থা পিটিআইকে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির এক আধিকারিক বলেন, “তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে আক্রমের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।” জানা গিয়েছে, এখনও পর্যন্ত আক্রমকে কোনও নোটিস পাঠাননি তদন্তকারীরা। একই অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হয়েছেন পাক ইউটিউবার সাদ উর রহমান। সেই কারণে অভিযোগ প্রমাণিত হলে বিপাকে পড়তে পারেন আক্রম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.