সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দেশভক্তির নানা দৃষ্টান্ত আমরা দেখেছি। শুধু অধিনায়ক হিসেবে ২২ গজে ইতিহাস গড়ে দেশকে গর্বিত করাই নয়, মাঠের বাইরেও তাঁর দেশপ্রেমের সাক্ষী থেকেছেন অনুরাগীরা। ঠিক ধরেছেন, কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির। সাধারণতন্ত্র দিবসেও সেই চেনা রূপেই ধরা দিলেন ক্যাপ্টেন কুল।
ভারতীয় সেনার লেফ্টেন্যান্ট কর্নেলের সম্মান পেয়েছেন তিনি। শুধু তাই নয়, বায়ুসেনার কাছে ট্রেনিং নিয়ে প্যারাট্রুপার হওয়ার যোগ্যতাও অর্জন করেছেন। পোশাক থেকে ক্রিকেট কিট, ধোনির সর্বত্রই দেশপ্রেমের ছোঁয়া। সেই ধোনিই শুক্রবার পতাকা উত্তোলন করে ৭৫তম সাধারণতন্ত্র দিবস পালন করলেন। স্ত্রী সাক্ষী ধোনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে, রাঁচির ফার্মহাউসে তেরঙ্গা উত্তোলন করেছেন ধোনি। ভিডিওটি ভাইরাল হতে একেবারেই বেশি সময় লাগেনি। এমন ভিডিও শেয়ার করার জন্য সাক্ষীকে ধন্যবাদ জানিয়েছে চেন্নাই সুপার কিংসও।
View this post on Instagram
ধোনির পাশাপাশি এদিন নিজেদের সোশাল অ্যাকাউন্টে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন খেলার দুনিয়ার অন্য তারকারাও। শচীন তেণ্ডুলকর থেকে আইওএ সভাপতি পিটি উষা, সকলকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এদিকে, ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ একটি বিশেষ ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি বলছেন, বর্তমানে নারীরা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করছেন। নিজেদের সেরাটা দিয়ে দেশকে গর্বিত করছেন। তাঁদের যোগ্য সম্মান দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।
Happy Republic Day to one and all! Let’s cherish the essence of democracy and patriotism, fostering a united and prosperous India. 🇮🇳
— Mithali Raj (@M_Raj03)
খেলার দুনিয়ার তারকাদের পাশাপাশি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারের মতো বিনোদন জগতের ব্যক্তিত্বরাও নিজেদের মতো করে সাধারণতন্ত্র দিবস উদযাপন করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.