Advertisement
Advertisement
AB de Villiers

সময়ের চাকা ঘোরালেন বিধ্বংসী ডিভিলিয়ার্স! লেজেন্ডস লিগে প্রোটিয়াদের কাছে হার ধাওয়ানদের

বছর চারেক হল অবসর নিয়েছেন এবি ডিভিলিয়ার্স।

WCL 2025: South Africa Champions beats India Champions with help of AB de Villiers heroics
Published by: Arpan Das
  • Posted:July 23, 2025 9:04 am
  • Updated:July 23, 2025 9:04 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর চারেক হল অবসর নিয়েছেন এবি ডিভিলিয়ার্স। কিন্তু বিধ্বংসী ব্যাটিং দেখে মনে হচ্ছে, আরেকটু থেকে গেলেও পারতেন! লেজেন্ডস লিগে যেভাবে ভারতকে হারালেন, তাতে নেটিজেনরা তো তেমনই বলছেন। ৩০ বলে ৬১ রানে অপরাজিত থাকলেন এবি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হারল ৮৮ রানে।

Advertisement

শিখর ধাওয়ানদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে বাতিল হয়ে গিয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধে অবশ্য রবিন উথাপ্পা, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠান সবাই ছিলেন। ইংল্যান্ডের নর্থাম্পটনে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতের চ্যাম্পিয়ন্সরা। যারা কি না গতবারের চ্যাম্পিয়নও। কিন্তু বিনয় কুমাররা জানতেন না, ডিভিলিয়ার্স ঝড়ের মুখোমুখি হতে হবে। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা খারাপ করেননি হাসিম আমলারা। তারপর শুরু হল এবির দাপট। ৩০ বলে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। চারটি চারের পাশাপাশি হাঁকান ৩টি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে প্রোটিয়াদের ইনিংস থামে ৬ উইকেট হারিয়ে ২০৬ রানে। দুটি উইকেট তোলেন ইউসুফ পাঠান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের সামনে পড়ে ভারত। উথাপ্পা ও ধাওয়ানের উইকেট হারানোর পর ম্যাচে ফেরা কার্যত অসম্ভব হয়ে পড়ে। অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠানরাও রান পাননি। সুরেশ রায়না করেন মাত্র ১৬ রান। একমাত্র স্টুয়ার্ট বিনি ৩৭ রানে অপরাজিত থাকেন। তবে ইমরান তাহিরের ২ উইকেট ও অ্যারন ফাঙ্গিসোর ৩ উইকেটের সামনে কোনও জবাবই ছিল না ভারতের কাছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৮.২ ওভারে ভারতের রান দাঁড়ায় ৯ উইকেটে ১১১। ডিএলএস পদ্ধতিতে ৮৮ রানে হারেন শিখর ধাওয়ানরা। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সরা। ভারত রয়েছে সবার শেষে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ