Advertisement
Advertisement
Saif Hassan

‘ফাইনালে যাবই…’, ‘মায়ের দেশ’কে হারিয়েই হুঙ্কার বাংলাদেশি তারকার

আর কী জানিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার?

'We will go to the final...', Bangladeshi star shouts after defeating 'Motherland'
Published by: Prasenjit Dutta
  • Posted:September 21, 2025 2:31 pm
  • Updated:September 21, 2025 2:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার ‘সৌজন্যে’ সুপার ফোরে জায়গা পেয়েছিল বাংলাদেশ। এবার সেই শ্রীলঙ্কাকেই সুপার ফোরের ম্যাচে হারিয়েছে পদ্মাপাড়ের দেশ। ‘মায়ের দেশ’কে হারানোর পর জয়ের নায়ক সাইফ হাসানের গলায় রীতিমতো হুঙ্কারের সুর। তিনি জানিয়ে দিলেন, ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তাঁরা।

Advertisement

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান তুলেছিল শ্রীলঙ্কা। সেই রান ৬ উইকেট হারিয়ে তুলে নেয় বাংলাদেশ। জয়ের কাণ্ডারি সাইফ করেন ৪৫ বলে ৬১ রান। তাঁর ইনিংসটি সাজানো ২টি চার, ৪টি ছক্কা দিয়ে। রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে তিনি বলেন, “আমরা ফাইনালে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। এখানে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে, আমরা ফাইনালে উঠতে পারি। তবে, এখনও দু’টো ম্যাচ বাকি। তাই পরের ম্যাচ নিয়েই ভাবছি।”

বাংলাদেশের পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর। প্রতিপক্ষ প্রতিযোগিতার হট ফেভারিট ভারত। এর পরের দিনই তাঁরা মুখোমুখি হবেন পাকিস্তানের। তাই সামনে কঠিন লড়াই। এই পরিস্থিতিতে সাইফ বলছেন, “আমাদের স্বপ্ন দেখা উচিত। কিন্তু আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। এটা ছিল সাইফ হাসানের টি-টোয়েন্টিতে দ্বিতীয় অর্ধশতক। দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁকেই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। অনেকেই হয়তো জানেন না, সাইফের বাবা বাংলাদেশি হলেও মা কিন্তু শ্রীলঙ্কান। অর্থাৎ ‘মায়ের দেশে’র বিপক্ষেই তাঁর এই সাফল্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ