ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত। দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন শুভমান গিলেরা। শক্তিশালী ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি। সংবাদমাধ্যমের সামনে তিনি বলে দিলেন, ‘কিউয়ি মন্ত্রে’ ভারতকে হারানোর ছক তৈরি রয়েছে তাঁদের।
ওয়েস্ট ইন্ডিজের হেডকোচ মনে করেন, তাঁর দলের পেস আক্রমণে যথেষ্ট ‘বৈচিত্র্য’ রয়েছে। যা ভারতের ২০টি উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে। স্যামি বলেন, “আমাদের পেস আক্রমণ যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ। যা যে কোনও পরিবেশে সফল হতে পারে। আমাদের পেস ইউনিটে চারজন ভিন্ন ধরনের বোলারের উপস্থিতি। প্রত্যেকেরই আলাদা আলাদা বৈচিত্র্য।”
স্যামির সংযোজন, “আমাদের দলে শামার জোসেফ আছে। গতিই ওর অস্ত্র। দু’দিকে সুইং করাতে পারে জেইডেন। আলজারি জোসেফের উচ্চতা ওকে বাউন্স পেতে সাহায্য করে। গত দু’বছর আমরা ধারাবাহিকভাবে বিদেশের মাটিতে ভালো খেলছি। ভারতের মাটিতে সেটাই করে দেখাতে চাই। ভারতে ২০ উইকেট তুলে নিতে না পারলে জেতা সম্ভব নয়। ২০ উইকেট তুলে নেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে।”
১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজ শেষবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। ৪২ বছরের খরা কাটাতে মরিয়া তারা। ওয়েস্ট ইন্ডিজের হেডকোচের কথায়, “জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামব। ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে খেলতে হবে, সেটা মাথায় আনলে হবে না। নিউজিল্যান্ড যেভাবে পরিকল্পনা করে ভারতে খেলেছে, আমাদেরও লক্ষ্য থাকবে সেটা করা। আশা করি সফল হব।” উল্লেখ্য, ২ অক্টোবর থেকে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১০ অক্টোবর। স্যামির কথার কতটা বাস্তবায়ন করতে পারেন ক্যারিবিয়ান বোলাররা, তা অবশ্য বোঝা যাবে আরও বেশ কিছু দিন পর। তবে কাজটা কঠিন। কারণ ভারতীয় দল বাঘা বাঘা ব্যাটারদের নিয়ে পরিপূর্ণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.