সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ মহিলাকে লাগাতার ধর্ষণ! চাঞ্চল্যকর অভিযোগ উঠল ওয়েস্ট ইন্ডিজের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে। সূত্রের খবর, বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তবে এখনও অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ দায়ের করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও বিষয়টি নিয়ে চুপ।
বিস্ফোরক ঘটনাটি প্রকাশ্যে এসেছে গায়ানার একটি সংবাদপত্রের মাধ্যমে। কেটিউর স্পোর্টস নামে ওই সংবাদপত্রে একটি প্রতিবেদন লিখেছেন রলি টোনি নামে এক সাংবাদিক। রলির কথায়, “আমি জানতে পারি, এক নাবালিকা-সহ ১১ জন মহিলা ওই তারকা ক্রিকেটারের লালসার শিকার হয়েছেন। কাউকে ধর্ষণ, কাউকে যৌন হেনস্তা-লাগাতার নির্যাতন চালিয়ে গিয়েছেন ওই তারকা ক্রিকেটার। শুধু তাই নয়, নিজের কুকীর্তি ধামাচাপা দিতেও অনেক চেষ্টা করেছেন ওই তারকা ক্রিকেটার।”
কিন্তু কে এই ক্রিকেটার? নিজের প্রতিবেদনে তাঁর নাম প্রকাশ করেননি রলি। তবে জানিয়েছেন, ওই ক্রিকেটার গায়ানার ভূমিপুত্র। গত বছর অস্ট্রেলিয়া সফরে গিয়ে গাব্বায় দুর্দান্ত খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সকলকে চমকে দিয়ে গাব্বা টেস্ট জিতেও যায় তারা। সেই টেস্টের দলে ছিলেন অভিযুক্ত ক্রিকেটার। এমনকি অজি সফর থেকে গায়ানায় ফেরার পর বীরের মতো করে অভিযুক্ত ক্রিকেটারকে স্বাগত জানানো হয়েছিল। বর্তমানেও অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, সেই দলেও রয়েছেন ওই ক্রিকেটার।
তবে ধর্ষণের ঘটনাগুলি ঘটেছে বছরদুয়েক আগে। সেই সময়ে অভিযোগকারিণীদের মধ্যে একজন আইনজীবীর পরামর্শ নিয়েছিলেন। কিন্তু সরাসরি আইনি পথে অভিযোগ দায়ের হয়নি ওই ক্রিকেটারের বিরুদ্ধে। নতুন করে বিষয়টি প্রকাশ্যে আসার পরে শুরু হয়েছে বিতর্ক। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড এই নিয়ে কিছু বলতে চায়নি। তাদের দাবি, ঘটনাটি নিয়ে কিছুই জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.