Advertisement
Advertisement
Jemimah Rodrigues

নিখুঁত খেলতে না পারাটাই বিপক্ষের জন্য ‘ব্রহ্মাস্ত্র’! প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে আজব যুক্তি জেমাইমার

আর কী বলেছেন তিনি?

What did Jemimah Rodrigues say before going out against South Africa?
Published by: Prasenjit Dutta
  • Posted:October 9, 2025 9:39 am
  • Updated:October 9, 2025 9:41 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দু’টি ম্যাচে জয়। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত ছন্দে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমে শ্রীলঙ্কা। তারপর পাকিস্তান। দু’টি জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে ঠিকই, কিন্তু টপ অর্ডারের ব্যর্থতা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলতে নামার আগে কিছুটা হলেও চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। তবে সে সব একেবারেই ভাবতে নারাজ জেমাইমা রদ্রিগেজ। তাঁর মতে, নিখুঁত ক্রিকেট খেলতে না পারাটাই নাকি প্রতিপক্ষ দলের জন্য ‘ব্রহ্মাস্ত্র’! এতেই নাকি তারা আতঙ্কের থাকবে। আজব যুক্তি দিলেন তিনি। 

Advertisement

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জেমাইমা বলেন, “প্রতিযোগিতায় আমরা এখনও পর্যন্ত নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি। তবে আমরা কিন্তু পরপর জিতেছি। আমার মতে, এটাই প্রতিপক্ষের কাছে ভয়ের কারণ। আর আমি মনে করি, এই ধরনের দীর্ঘ টুর্নামেন্টে সঠিক সময়ে শীর্ষে পৌঁছানো গুরুত্বপূর্ণ। আমরা আত্মবিশ্বাসী। দলের ব্যাটিং গভীরতাও অসাধারণ। সকলেই ব্যাটিং করতে পারে। যে কেউ ম্যাচ জেতাতে পারে।”

মহিলা বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে খুব একটা ছন্দে পাওয়া যায়নি জেমাইমাকে। করেছেন মাত্র ৩২ রান। তবে তা নিয়ে বিশেষ চিন্তিত নন তিনি। বলছেন, “প্রথম ম্যাচে বিপক্ষ দল ভালো বল করেছে। সেই ম্যাচে বেশি কিছু করতে পারিনি। তবে দ্বিতীয় ম্যাচে হারলিনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েছিলাম। নিজের রান নিয়ে চিন্তিত নই। দলের রানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের দু’টো ম্যাচের পিচ খুবই চ্যালেঞ্জিং ছিল। ব্যাট করা কঠিন ছিল। স্কোর যাতে অন্তত আড়াইশো হয়, সেদিকে লক্ষ্য ছিল আমাদের। সেই কারণে খুবই সাবধানে খেলতে হয়েছে।”

বিশ্বকাপে দু’টি ম্যাচ হয়ে গেলেও জেমাইমা-সহ বড় রান করতে ব্যর্থ হয়েছেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর। তিন ব্যাটারের ব্যর্থতার কারণে মিডল অর্ডারে চাপ পড়ছে। গত দু’টি ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছেন হরলিন দেওল, রিচা ঘোষ, দীপ্তি শর্মা এবং আমনজ্যোৎ কউরের দুর্দান্ত পারফরম্যান্স। প্রতিপক্ষ হিসাবে শ্রীলঙ্কা বা পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। ফলে ম্যাচটা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। তবে দুই দলকেই চিন্তায় রাখছে বিশাখাপত্তনমের আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ