ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ক্রিস ওকসের (Chris Woakes) বল রিভার্স সুইপ মারতে গিয়ে পায়ে চোট পান ঋষভ পন্থ (Rishabh Pant)। দ্বিতীয় দিন শুরুর আগে জানা যায়, ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এরপরও দলের স্বার্থে ব্যাট করতে নেমে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন তিনি। এবার পন্থের চোট নিয়ে মুখ খুলেছেন ওকস।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ড পেসার বলেন, “পন্থকে দেখে বোঝা যায় না ও কখন কী করবে। কিন্তু মাঝেমাঝেই মনে হয় ও কিছু একটা করবে। চার-পাঁচটা ডেলিভারি স্বাভাবিকভাবেই খেলেছিল। কিন্তু মনে হচ্ছিল ওই বলটায় রান করতে চাইবে। সেই কারণেই বড় শট কীভাবে আটকানো যায়, সেটাই ভাবছিলাম। স্লোয়ার করতে চেয়েছিলাম। কিন্তু হয়ে গেল ফুলটস। বলটা ওর পায়ে পড়ল। ইয়র্কার করার পরিকল্পনা ছিল না।” অর্থাৎ, ওকস বুঝিয়ে দিলেন, পরিকল্পনা মতো বল করতে না পারলেও ততক্ষণে যা ঘটার তা ঘটে গিয়েছে।
দ্বিতীয় দিনে ভারতের রান তখন ৩০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে তখন হঠাৎই দেখা গেল ভারতীয় দলের জার্সি গায়ে দাঁড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। ক্যামেরায় তাঁর মুখ ভেসে উঠতেই মাঠে উপস্থিত দর্শকরা তাঁকে অভিবাদন জানান। তখনই বোঝা গিয়েছিল, দলের দরকারে ব্যাট করতে নামবেন তিনি।
শার্দূল ঠাকুর ৪১ রানে সাজঘরে ফেরার পর যখন ব্যাট করতে নামলেন পন্থ, দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। শার্দূল ঠাকুর ৪১ রানে সাজঘরে ফেরার পর যখন ব্যাট করতে নামলেন পন্থ, দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা চলে। শুভমান গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে। পরে জানা যায়, গোড়ালি থেকে পায়ের আঙুলের মাঝখানে থাকা লম্বা পাঁচটি হাড় ভেঙে গিয়েছে পন্থের। এই পরিস্থিতিতে মুখ খুললেন ওকস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.