Advertisement
Advertisement
India vs Pakistan

‘কেন্দ্রের নীতি অক্ষরে অক্ষরে পালন করা হবে’, ভারত-পাক ম্যাচ নিয়ে আইপিএল চেয়ারম্যান

আর কী বলেছেন তিনি?

What did the IPL chairman Arun Dhumal say before the India-Pakistan match?'

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 12, 2025 9:46 pm
  • Updated:September 12, 2025 9:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ। এই দ্বৈরথ নিয়ে উত্তেজনা চরমে। বৃহস্পতিবার একটি শুনানিতে সুপ্রিম কোর্ট ম্যাচটি নিষিদ্ধ করার আর্জি খারিজ করে বলেছিল, “খেলা খেলার মতোই হতে দিন।” আর শুক্রবার আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল দুই দলের লড়াইয়ের আগে টিম ইন্ডিয়াকে শুভকামনা জানিয়েছেন। তাঁর মতে, টিম ইন্ডিয়া কেবল সরকারের নীতি অক্ষরে অক্ষরে পালন করেছে।

Advertisement

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পটভূমিতে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তবে সমালোচনার অবসান ঘটিয়ে ধুমাল বলেন, “টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা। সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে। আমরা পাকিস্তানের সঙ্গে খেলব না। তবে এসিসি কিংবা আইসিসি ইভেন্টে পাকিস্তানের সঙ্গে খেলব। তাই সরকার যা বলবে সেটাই অক্ষরে অক্ষরে পালন করা হবে।”

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার জেরে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিংরা পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি। রবিবার ম্যাচের আগে হরভজন সিং বলেছিলেন, “প্রত্যেকের আলাদা চিন্তাভাবনা রয়েছে, আলাদারকম আমাদের মানসিকতা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, দুই দেশের সম্পর্কে উন্নতি হলে তবেই ম্যাচ হওয়া উচিত। সরকার যদি ম্যাচ খেলার অনুমতি দেয়, তাহলে ম্যাচ হতেই পারে। কিন্তু খেলার আগে দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি হওয়া দরকার।”

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দল নামাতে চলেছে বিসিসিআই। যা নিয়ে ক্রিকেটপ্রেমীরা দ্বিধাবিভক্ত। একটা অংশের মত, হিংসা আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। আবার কেউ কেউ ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাওয়ার পক্ষে। এই আবহে অরুণ ধুমালের মন্তব্য। রবিবাসরীয় দ্বৈরথে পাকিস্তানকে দুরমুশ করে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিততে মরিয়া টিম ইন্ডিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ