প্রস্তুতিতে মগ্ন শুভমানরা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন শুক্রবার শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ নিয়ে উন্মাদনা চরমে। প্রথম টেস্টে কেমন পিচ পেতে চলেছেন শুভমান গিলরা? এই আবহে জানা গিয়েছে, প্রথম টেস্টে নিজেদের পছন্দমতো পিচ চেয়ে নিয়েছে ইংল্যান্ড। এ কথা ফাঁস করেছেন খাস লিডসের পিচ প্রস্তুতকারকই।
হেডিংলির প্রধান পিচ কিউরেটর জানিয়েছেন, পুরোপুরি ‘গ্রিন-টপ’ হবে না পিচ। যেখানে ব্যাটার এবং বোলার উভয়েই সাহায্য পাবেন। প্রথম টেস্টের দু’দিন আগে কিউরেটর রিচার্ড রবিনসন সংবাদমাধ্যমকে জানান, পিচে ভারসাম্য বজায় থাকবে।
তিনি বলেন, “পিচ যাতে ভালো মানের হয়, সেই ব্যাপারে অনুরোধ করা হয়েছে ইংল্যান্ড শিবির থেকে। এমন একটা পিচ এখানে থাকবে যাতে বোলাররা ভালো লাইনে বল করতে পারে। আশা করব এই পিচে প্রথম দিন বোলাররা ভালো সাহায্য পাবে। তবে এখন বেশ গরম। তাই পিচ তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। তাই পরের দিকে পেসাররা অতটা সাহায্য নাও পেতে পারে।”
অর্থাৎ, পিচ কিউরেটরের কথা থেকে পরিষ্কার, খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ ভাঙতে পারে। সেক্ষেত্রে স্পিনাররা সাহায্য পেতে পারেন। প্রথম টেস্টের প্রথম একাদশে ইংল্যান্ড কিন্তু রেখেছে শোয়েব বশিরকে। এখন দেখার, ভারত রবীন্দ্র জাদেজার সঙ্গে কুলদীপ যাদবকে দলে রাখে কিনা। তবে পিচে কতটা ঘাস থাকবে, তা বলতে চাননি হেডিংলির কিউরেটর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.