ছবি বিসিসিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী আইপিএলের নিলাম কবে হবে? জানা গেল সম্ভাব্য সেই দিনক্ষণ। ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে মিনি নিলাম। তার আগে কোন ক্রিকেটারদের ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলি, তা জানাতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।
এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট সূত্রে ইন্ডিয়ান ক্রিকেট লিগের সম্ভাব্য তারিখ সম্পর্কে জানা গিয়েছে। জানা গিয়েছে, এবারের নিলাম ভারতেই হতে পারে। উল্লেখ্য, গত দু’বছরের নিলাম হয়েছিল যথাক্রমে দুবাই এবং সৌদি আরবে। তবে একটি বিষয় নিশ্চিত, ক্রিকেটারদের রিটেন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ১৫ নভেম্বর পর্যন্ত।
তবে এই মুহূর্তে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস ছাড়া অন্যান্য দলগুলিতে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। এবারের আইপিএলে সবচেয়ে বড় বদল হওয়ার সম্ভাবনা সিএসকে’তে। গত আইপিএলে সবার নিচে শেষ করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। সেই কারণে আসন্ন মরশুমে ভালো ফল করতে বদ্ধপরিকর চেন্নাই। জানা গিয়েছে, রাহুল ত্রিপাঠী, দীপা হুডা, স্যাম কারেন, ডেভিড কনওয়েকে ছেড়ে দিতে পারে তারা। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা অতিরিক্ত ৯.৭৫ কোটি টাকা নিয়ে নিলামে নামবে। কারণ, রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যেই আইপিএল থেকে অবসর নিয়েছেন। এই টাকাতেই প্রাক্তন অফস্পিনারকে কিনেছিল চেন্নাই।
অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস। রিলিজ তালিকায় রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ তিকশানাও। তাছাড়াও কেকেআর কী করে সেটাও দেখার। গত বছর ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছিল কলকাতা। কিন্তু নিরাশ করেছিলেন তিনি। অন্যদিকে, মহম্মদ শামিকে কি রাখবে সানরাইজার্স হায়দরাবাদ? এই প্রশ্নেরও উত্তর পাওয়া যাবে কিছু দিন পর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.