Advertisement
Advertisement
Team India

টিম ইন্ডিয়ার জার্সির স্পনসর চূড়ান্ত কবে? জানিয়ে দিল ভারতীয় বোর্ড

এ ব্যাপারে মুখ খুললেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তা রাজীব শুক্লা।

When will Team India's jersey sponsor be finalized? BCCI announces

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 13, 2025 7:23 pm
  • Updated:September 13, 2025 7:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়া কাপে কোনও স্পনসরের লোগো ছাড়া জার্সি পরে খেলছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় দলের যে জার্সি প্রকাশ্যে এসেছিল, তাতে দেখা গিয়েছিল সেখানে কেবল বড় বড় করে ইংরেজিতে ‘ইন্ডিয়া’ লেখা। জানা গিয়েছে, ইতিমধ্যেই স্পনসরের খোঁজ চলছে। কবে পাওয়া যাবে নতুন স্পনসর? এই ব্যাপারে মুখ খুললেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তা রাজীব শুক্লা।

Advertisement

ড্রিম ১১-এর সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি ছিল। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি ছিল দু’পক্ষে। অন্যদিকে, মাই ১১ সার্কেল অ্যাসোসিয়েট স্পনসর হিসাবে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল। কিন্তু ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল’ পাশ হওয়ার পর এই দুই সংস্থাই বৈধতা হারিয়েছে। এখন নতুন স্পনসর খুঁজছে ভারতীয় বোর্ড।

এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের সহ-সভাপতি রিয়েল এস্টেট সংস্থার এক অনুষ্ঠানে এসে বলেন, “ইতিমধ্যেই টেন্ডার রিলিজ করে দেওয়া হয়েছে। আমাদের স্পনসর হওয়ার জন্য অনেকে সংস্থারই আগ্রহ রয়েছে। আশা করি, ১৫-২০ দিনের মধ্য সমস্ত কিছু চূড়ান্ত হয়ে যাবে।” স্পনসর হিসাবে আগ্রহ প্রকাশ করেছে কারা? এই ব্যাপারে কোনও নাম নেননি রাজীব শুক্লা। তাঁর সংযোজন, “না না, এখন কোনও নাম বলা মুশকিল। তবে অনেকেই রয়েছে। তাদের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গেলেই আপনারা জানতে পারবেন।”

তাছাড়াও জিএসটি বৃদ্ধির পর আইপিএলের টিকিট হয়েছে মহার্ঘ। তাই ইন্ডিয়ান ক্রিকেট লিগের ম্যাচ দেখতে পকেট থেকে খসাতে হবে মোটা অঙ্কের টাকা। এই প্রসঙ্গে তিনি বলেন, “কেবল ক্রিকেটপ্রেমীরাই নয়, আইপিএল দেখতে আসেন আরও অনেকেই। দাম বাড়ায় অবশ্যই একটা প্রভাব পড়বে। তবে আমরা আশাবাদী সামনের মরশুমেও অনেকেই ম্যাচ দেখতে আসবেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ