Advertisement
Advertisement
Suryakumar Yadav

‘যে কোনও পরিস্থিতিতেই শান্ত থাকে ও’, মহিলা বিশ্বকাপে সূর্যর ভরসা কোন ক্রিকেটার?

কী বলেছেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক?

Which cricketer is Suryakumar Yadav counting on in the Women's World Cup?
Published by: Prasenjit Dutta
  • Posted:September 27, 2025 7:41 pm
  • Updated:September 27, 2025 7:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। প্রথম দিনেই ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা। ঘরের মাঠে বিশ্বকাপ জিততে মরিয়া টিম ইন্ডিয়ার মহিলা দল। তার আগে সূর্যকুমার যাদব মনে করেন বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র হতে চলেছেন জেমাইমা রদ্রিগেজ।

Advertisement

জ্বরের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি ওয়ানডে খেলতে পারেননি জেমাইমা। এখন অবশ্য জ্বর থেকে সেরেও উঠেছেন। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কের মতে, আসন্ন বিশ্বকাপে বড় ভূমিকা নেবেন জেমাইমা। ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট করা এক ভিডিওয় সূর্যকুমার যাদব এ কথাই বলেছেন।

সূর্যকে বলতে শোনা যায়, “জেমিকে বর্ণনা করার জন্য একটাই উপযুক্ত কথা, ‘ছোটা প্যাকেট, বড়া ধামাকা’। সবথেকে ভালো লাগে যেটা, ওর মুখে সব সময় হাসি লেগে থাকে। পরিস্থিতি যেমনই আসুক না কেন, ও কিন্তু সব সময় শান্ত থাকে।”

২০১৮ সালে ওয়ানডেতে অভিষেক হয়েছিল জেমাইমার। সাত বছর পর বিশ্বকাপে অভিষেক হতে চলেছে তাঁর। সূর্যকুমার আরও বলেন, “বিশ্বকাপে খেলা সকলের কাছেই দারুণ সুযোগ। জেমাইমা যে বিশ্বকাপের আসরে ভালো খেলবে, সে ব্যাপারে আমি নিশ্চিত। মাঠে সব সময় ও উজ্জীবিত থাকে। যা দেখে দলও অনুপ্রাণিত হয়। আমরা সবাই জেমির কাছ থেকে অনেক কিছু শিখি। ও যেভাবে চাপের মুখে খেলে সেভাবে আমরাও খেলতে চাই।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ