ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এশিয়া কাপের মঞ্চে মাঠে ফেরেন তিনি। আর ফিরেই বল হাতে ম্যাজিক দেখাচ্ছেন কুলদীপ যাদব। প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে মনে করেন, ভারতের এই ‘চায়নাম্যান বোলার’ টেস্ট দলেরও এক্স ফ্যাক্টর হতে পারেন।
সম্প্রতি ইংল্যান্ড সিরিজে স্কোয়াডে থাকলেও কুলদীপকে ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিল ভারত। টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্ত নিয়ে অনেক জলঘোলা হয়েছে। কারণ তিনি রিস্ট স্পিনার। আর এই ধরনের বোলাররা বিশ্বের যে কোনও পিচেই সফল হওয়ার ক্ষমতা রাখেন।
দ্য গ্রেট ইন্ডিয়ান ক্রিকেট শো-এ কুম্বলে বলেন, “আমি মনে করি টেস্ট দলে থাকা উচিত কুলদীপের। ২০ উইকেট নিতে গেলে ওর মতো বোলারকে দলে নেওয়া প্রয়োজন। ভারতীয় দলে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেলরা রয়েছেন। আমার মতে, কুলদীপ কিন্তু এক্স ফ্যাক্টর হতে পারে।”
তাঁর সংযোজন, “আমি কুলদীপকে প্রথম একাদশে এক নম্বর বোলার হিসাবে দেখতে চাই। ওকে প্রথম এগারোয় সুযোগ দেওয়া নিয়ে কোনও দ্বিধা রাখা উচিত নয়। দলে অলরাউন্ডার, পেসার সবাই সুযোগ পাক। কিন্তু সেটা কুলদীপকে বাদ দিয়ে নয়।” উল্লেখ্য, চলতি এশিয়া কাপে অসাধারণ ফর্মে রয়েছেন কুলদীপ। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে তিনি। সব মিলিয়ে ৪৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৭৭টি উইকেট নিয়েছেন কুলদীপ। ইকোনমি রেট ৭-এরও কম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.