Advertisement
Advertisement
Ravi Shastri

আকাশ-যশস্বী নন, ভারতের উদীয়মান তারকা হিসেবে কাকে বেছে নিলেন শাস্ত্রী?

টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের মতে, আরও অনেক দিন রাজত্ব করতে চলেছেন তিনি।

Who did Shastri choose as India's rising star, not a sky-high celebrity?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 15, 2025 7:02 pm
  • Updated:August 15, 2025 7:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের নতুন টেস্ট অধিনায়ক জীবনের সেরা ফর্মে আছেন। ২৫ বছর বয়সে টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর যেন তেতে উঠেছেন শুভমান গিল। ইংল্যান্ডে অসামান্য ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে জুলাইয়ে আইসিসি’র প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কারও তাঁর নামে। এমন অভূতপূর্ব পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যশস্বী বা আকাশদীপ নন, শুভমানকে ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা হিসেবে বেছে নিলেন শাস্ত্রী।

Advertisement

ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা কে, জানতে চাইলে শাস্ত্রী বলেন, “কোনও সন্দেহ নেই, শুভমান গিল। ও লম্বা রেসের ঘোড়া। আরও অনেক দিন রাজত্ব করতে চলেছে। সবাই দেখেছি, ইংল্যান্ডে কেমন খেলেছে। ওর বয়স মাত্র ২৫। এরকম অভিজ্ঞতার মাধ্যমে আরও উন্নতি করবে।”

শাস্ত্রী আরও বলেন, “ফর্মের তুঙ্গে রয়েছে গিল। ও শান্ত। একই সঙ্গে রাজকীয়। একবার দেখলেই বোঝা যায়, ওর মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে। খুব সাবলীলভাবে ব্যাটিং করে। লম্বা ইনিংস খেলার ক্ষমতা রয়েছে ওর মধ্যে।”

উল্লেখ্য, গিলের নেতৃত্বে ইংল্যান্ড থেকে সিরিজ ২-২ ড্র রেখে দেশে ফিরেছে ভারত। রবি শাস্ত্রী টিম ইন্ডিয়ার দুই তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দল এবং গিলের সাফল্যে মুগ্ধ। ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪। যার মধ্যে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯। অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফিতে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। অথচ ইংল্যান্ড সিরিজের আগে শুভমানের রেকর্ড একেবারেই আহামরি ছিল না। করেছিলেন ৩২টি টেস্টে ১,৮৯৩ রান। এর মধ্যে ছ’টি সেঞ্চুরি থাকলেও গড় ৩৫-এর কম ছিল। SENA দেশের হয়ে রেকর্ডও ছিল তথৈবচ। এই দেশগুলির বিরুদ্ধে ১১টি টেস্টে তাঁর গড় মাত্র ২৫.৭০। আর ইংল্যান্ডে তিনটি টেস্টে মাত্র ৮৮ রান করেছিলেন শুভমান। গড় ছিল মাত্র ১৪.৬৬। এহেন শুভমানই নিজেকে আপাদমস্তক বদলে ফেলে সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে দুরন্ত ব্যাটিং উপহার দিয়েছেন। সফরের শেষে গিলের রান ৩৭ টেস্টে ২৬৪৭ রান। গড় উঠে এসেছে ৪১.৩৫-এ। এমন অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ শাস্ত্রীও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ