সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ৫০ বছরে পা দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে (Anil Kumble)। আগে যতই মনোমালিন্য হোক, প্রত্যাশামতোই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। প্রাক্তন কোচের প্রতি বিরাট সৌজন্যতা দেখালেও নেটিজেনরা কিন্তু তাঁকে কটাক্ষই করেন। দু’জনের অতীত সম্পর্কের কথা সরাসরি উল্লেখ না করলেও একজন পরিষ্কার প্রশ্ন করে বসেন, ‘আপনার কি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে?’
এদিন প্রথমে বিরাট টুইট করে কুম্বলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘‘অনিল ভাই, জন্মদিনের অনেক শুভেচ্ছা।’’ বিরাটের পাশাপাশি অন্যান্য ভারতীয় ক্রিকেটার, ভক্তরাও অনিল কুম্বলেকে শুভেচ্ছা জানান। কিন্তু নেটিজেনদের লক্ষ্য ছিল বিরাটের টুইটের দিকেই। একজন প্রশ্ন করেন, ‘‘কেউ কি বিরাটের অ্যাকাউন্ট হ্যাক করেছে?’’ আরেকজনও একই প্রশ্ন করেন। কেউ আবার রবি শাস্ত্রীর নাম উল্লেখ করে মিম শেয়ার করেন।
Wish you a very happy birthday Anil Bhai . Have a great day.
— Virat Kohli (@imVkohli)
Ravi sashtri rn
— THE | Epic Blogger | (@Kush_official_)
Who hacked?
— Drink water. (@NotAfangirll_)
Has Someone hacked Virat’s account?
— Cricketologist (@AMP86793444)
Ravi Shastri right now:
— Sagar (@sagarcasm)
এদিকে, এই বিতর্কের মাঝেই রাজস্থানকে (Rajasthan Royals) অবশ্য সাত উইকেটে হারাল বিরাটের RCB। সৌজন্য এবি ডি’ভিলিয়ার্স। প্রোটিয়া ব্যাটসম্যানের ২২ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংসের সৌজন্য ১৭৮ রান তাড়া করতে নেমে দু’বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবিডি একাই মারেন ৬টি ছয় ও একটি চার। অন্যদিকে বিরাট করেন ৩২ বলে ৪৩ রান। এর আগে রাজস্থানের হয়ে ভাল ব্যাটিং করেছিলেন অজি খেলোয়াড় স্টিভ স্মিথ। কিন্তু একাই আরসিবিকে ম্যাচ জিতিয়ে দিলেন এবি ডি’ভিলিয়ার্স।
We said we’ve done this before, didn’t we? 🤩
Never stop believing. 👊🏻
— Royal Challengers Bangalore (@RCBTweets)
তবে এই ম্যাচে দু’টি দুরন্ত ক্যাচের সাক্ষী থাকলেন আপামর ক্রিকেটপ্রেমী। একটি ধরেন বাংলার ছেলে তথা আরসিবির শাহবাজ আহমেদ। অপরটি ধরেন রাজস্থানের তেওটিয়া।
শাহবাজ আহমেদের ক্যাচ:
তেওটিয়ার নেওয়া ক্যাচ:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.