Advertisement
Advertisement
Gautam Gambhir

গম্ভীরের বাড়ি নিমন্ত্রণ, গেলেন শুভমানরা, দামি গাড়ি চেপে ‘সারপ্রাইজ ভিজিটে’ কে?

বিকেলের অনুশীলন সেশনের পর গম্ভীরের বাড়িতে নৈশভোজে যান টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

Who made the 'surprise visit' in an expensive car to Gautam Gambhir's house for dinner?
Published by: Prasenjit Dutta
  • Posted:October 9, 2025 1:40 pm
  • Updated:October 9, 2025 1:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দিনের কম সময়ে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস এবং ১৪০ রানে হারিয়েছেন শুভমান গিলরা। এবার সামনে দ্বিতীয় টেস্ট। যা শুরু হবে ১০ তারিখ থেকে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তার আগে দলের টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর গোটা দলকে তাঁর নয়াদিল্লির বাসভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই নিমন্ত্রণ রক্ষা করতে গম্ভীরের বাড়িতে গিয়েছিলেন ভারতীয় দলের সকলেই। কিন্তু একজন দিলেন সারপ্রাইজ ভিজিট।

Advertisement

পূর্ব ঘোষণামতো দ্বিতীয় টেস্ট শুরুর দু’দিন আগে অর্থাৎ ৮ অক্টোবর অরুণ জেটলি স্টেডিয়ামে বিকেলের অনুশীলন সেশনের পর গম্ভীরের বাড়িতে নৈশভোজে গেলেন শুভমান গিল, জশপ্রীত বুমরাহরা। আসলে সাম্প্রতিক অতীতে ঠাসা কর্মসূচিতে ব্যস্ত ছিল ভারতীয় দল। এশিয়া কাপ জিতেই ভারতীয় দলকে নেমে পড়তে হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে। মনে করা হচ্ছে, ক্রিকেটারদের মধ্যে ‘কর্মভার’ লাঘব করতে গম্ভীরের এই নৈশভোজের আসর অনেকটাই ‘উপশম’-এর কাজ করবে। এতে দলের মধ্যে বোঝাপড়াও বাড়বে।

কেবল ক্রিকেটাররাই নন, নৈশভোজে উপস্থিত ছিলেন সাপোর্ট স্টাফরাও। কিন্তু হঠাৎই দেখা গেল এমন একজনকে, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে নেই। বলা হচ্ছে, গম্ভীরের ‘প্রিয়পাত্র’ হর্ষিত রানার কথা। বিএমডব্লিউ চড়ে গম্ভীরের বাড়িতে আসেন তিনি। আগে জানা গিয়েছিল কেবল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে থাকা ক্রিকেটারদের জন্যই। দলের প্রত্যেকে টিম বাস চেপেই গম্ভীরের বাড়ি যান। কিন্তু হর্ষিত আসেন দামি গাড়িতে। নেটিজেনরা বলছেন, এ ব্যাপারে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। কারণ হর্ষিতকে পছন্দ করেন গম্ভীর।

ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, সুযোগ পেয়েছেন গৌতম গম্ভীরের ‘প্রিয় পাত্র’ হর্ষিত রানা। ভারতীয় পেসার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২ ম্যাচ খেলে পেয়েছিলেন ৪ উইকেট। আর এশিয়া কাপে দুই ম্যাচে সংগ্রহ ২ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ প্রায় হারিয়েই দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দলে সুযোগ পান তিনি। তবে ‘আউটসাইডার’ হিসাবে কেবল হর্ষিত নন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লাও নৈশভোজে উপস্থিত ছিলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ