Advertisement
Advertisement
CSK

পরের আইপিএলে ক্যাপ্টেন কে? সঞ্জু-অশ্বিনকে নিয়ে জল্পনার মাঝেই ঘোষণা সিএসকে’র!

সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে তারা।

Who will be the captain in the next IPL? CSK announces!

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 9, 2025 7:11 pm
  • Updated:August 9, 2025 7:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন থেকেই আসন্ন আইপিএলকে পাখির চোখ করেছে চেন্নাই সুপার কিংস। যদিও এরই মধ্যে জানা গিয়েছে, সঞ্জু নাকি সিএসকে’তে খেলতে পারেন। যদিও তা নিয়ে ধোঁয়াশার রয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, সিএসকে ছাড়তে চান অশ্বিন। এই আবহে আগামী মরশুমে চেন্নাইয়ের অধিনায়ক কে হবেন, তা নিয়েও জল্পনা রয়েছে। এই আবহে কাকে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দেখা যাবে, সেই ইঙ্গিত দিয়ে রাখল সিএসকে।

Advertisement

উল্লেখ্য, গত আইপিএলে মাঝপথে রুতুরাজ ছিটকে যাওয়ায় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল ধোনিকে। যদিও ১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে শেষ করে চেন্নাই সুপার কিংস। গোটা মরশুমেই ভুগিয়েছে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব। রুতুরাজ ফিরলে আগামী মরশুমে তিনিই সিএসকে’কে নেতৃত্ব দেবেন? 

অনেকটা তেমনই ইঙ্গিত দিয়েছে সিএসকে। শনিবার সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে তারা। দেখা গিয়েছে, একটা গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছেন রুতুরাজ। তাঁর পাশে সমর্থকরা। ক্যাপশনে লেখা, ‘বাড়তি ক্ষমতার সঙ্গে বাড়তি দায়িত্বও আসে।’ এখান থেকেই প্রশ্ন উঠছে, তবে কি পরের মরশুমেও অধিনায়ক হিসেবে দেখা যাবে রুতুরাজকে?

সম্প্রতি এক অনুষ্ঠানে ধোনি বলেছিলেন, “দলের ব্যাটিং অর্ডার নিয়ে একটু হলেও চিন্তায় রয়েছি আমরা। তবে মনে হয়, সেই সমস্যার সমাধান করে ফেলেছি। রুতুরাজের চোট ছিল। আইপিএলের মাঝপথে ও চোটের জন্য ছিটকে গিয়েছিল। কিন্তু চোট সারিয়ে ও ফিরে আসবে। রুতু চলে এলে আমাদের অনেক সমস্যাই মিটবে। আগামী মরশুমে ও কামব্যাক করছে।” এবার চেন্নাইকেও ধোনির কথার সঙ্গে সুর মেলাতে দেখা গেল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ