Advertisement
Advertisement
India Women's Cricket Team

নীলের বদলে গোলাপি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেন জার্সি বদলে নামলেন হরমনপ্রীতরা?

বিষয়টি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে ভারতীয় বোর্ড।

Why did India Women's Cricket Team change jersey from blue to pink against Australia?
Published by: Prasenjit Dutta
  • Posted:September 20, 2025 2:40 pm
  • Updated:September 20, 2025 2:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীলের বদলে গোলাপি! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জার্সি বদলে নামলেন হরমনপ্রীতরা। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য অভিনব উদ্যোগ ভারতীয় মহিলা ক্রিকেট দলের। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে গোলাপি জার্সি পরে মাঠে নামলেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌররা।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিয়ো প্রকাশ করেছে শনিবার। বিসিসিআইয়ের সেই ভিডিওর পোস্টে লেখা হয়েছে, ‘অনেক ধন্যবাদ টিম ইন্ডিয়া। তৃতীয় ওয়ানডেতে স্তন ক্যানসার নিয়ে সচেতনতনা প্রচারের জন্য ভারতীয় মহিলা দল বিশেষ গোলাপি রঙের জার্সি পরবে।’

ভিডিওতে দেখা গিয়েছে প্রতীকা রাওয়াল, স্নেহ রানা এবং হরমনপ্রীত কৌরকে। সেখানে তাঁরা বলেন, “গোলাপি জার্সি বড় লড়াইয়ের কথা মনে করিয়ে দেয়। আরও বৃহত্তম লড়াইয়ের জন্য সচেতন করছি আপনাদের। প্রতি মাসে অন্ততপক্ষে একবার স্তনের পরীক্ষা করা উচিত। কারণ স্তন ক্যানসার বিপজ্জনক। এই মারণ রোগের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে।”

স্নেহ রানা বলেন, “গোলাপি জার্সি নিছকই একটি প্রতীকের থেকেও অনেক বেশি। জীবন কীভাবে রক্ষা করে, এর বার্তা দেওয়া হয় এই জার্সির মাধ্যমে।” ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, “আমাদের জীবন অনিশ্চয়তায় ভরা। প্রতিদিন আমরা এই অনিশ্চয়তার সঙ্গে অনুশীলন করি। এই গোলাপি জার্সি আপনাকে প্রস্তুত হতে শেখায়। আসুন আমরা স্তন পরীক্ষাকে একটি মাসিক রুটিন করে তুলি।” উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় মহিলা দল। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে জিততে মরিয়া ভারত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ