সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ইতিহাস গড়ার হাতছানি ছিল। কিন্তু দুর্লভ নজির তৈরির লক্ষ্যে ছোটেননি দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক উইয়ান মুল্ডার (Wiaan Mulder)। স্পষ্ট জানিয়েছেন, টেস্টে চারশো রানের নজিরটা ব্রায়ান লারার মতো কিংবন্তির নামের পাশেই মানায়। তাঁর পরে নিজের নাম দেখেই খুশি হবেন মুল্ডার। তবে মুল্ডারের এই সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন অন্য একজন।
জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছে WTC চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের আগে ৩৬৭ রানে অপরাজিত ছিলেন মুল্ডার। সুযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার। সেখান থেকে মাত্র ৩৪ রানে দূরে ছিলেন প্রোটিয়া অধিনায়ক। কিন্তু সকলকে অবাক করে হঠাৎ ইনিংস ডিক্লেয়ার করে দেন মুল্ডার। এমনকী টেস্টে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান, যা ম্যাথু হেডেন ও ব্রায়ান লারার রয়েছে, সেটাও টপকালেন না। কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক, সেই নিয়ে জোর চর্চা শুরু হয় ক্রিকেটমহলে।
তবে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে মুল্ডার জানান, লারার কৃতিত্ব অক্ষুণ্ণ রাখতে চেয়েই ডিক্লেয়ার করেছেন তিনি। দিনের খেলা শেষ হওয়ার পরে মুল্ডার বলেন, “লাঞ্চের সময়ে শুক্সের (দক্ষিণ আফ্রিকার হেডকোচ শুকরি কনরাড) সঙ্গে কথা বলছিলাম। তখনই উনি বলেন, বড় রানের নজিরগুলো কিংবদন্তিদের নামের পাশেই থাকা উচিত। আমি জানি না আমার ভাগ্যে কী রয়েছে। অদৃষ্ট আমার জন্য কী রেখেছে। তবে আমার মনে ব্রায়ান লারার রেকর্ড এখন যেমন রয়েছে তেমনি থাকা উচিত।”
প্রোটিয়া অধিনায়ক আরও বলেন, “যথেষ্ট রান তুলে ফেলেছিলাম আমরা। বোলারদেরও বল করার দরকার ছিল। তাছাড়া লারা একজন কিংবদন্তি। ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে তিনি ৪০০ রান করেছিলেন। তাঁর মতো ক্রিকেটারের দখলেই এমন নজির থাকা উচিত। আগামী দিনেও যদি এমন পরিস্থিতিতে পড়ি হয়তো ঠিক এই কাজটাই করব।” তবে মুল্ডারের এমন সিদ্ধান্তেও কটাক্ষ করেছেন নেটিজেনরা। অনেকের মতে, প্রতিপক্ষ হিসাবে জিম্বাবোয়েকে অসম্মান করেছেন মুল্ডার। আবার অনেকের প্রশ্ন, যদি রেকর্ড অক্ষত রাখার হত তাহলে প্রোটিয়া তারকা হাসিম আমলার ৩১১ রানের রেকর্ড ভাঙলেন কেন? আবার কেউ বা বলছেন, মহান হতে চেয়ে এই পদক্ষেপ মুল্ডারের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.