Advertisement
Advertisement
Jasprit Bumrah

ইংল্যান্ডে কি সব টেস্টেই খেলবেন! তৃতীয় দিনের শেষে ইঙ্গিত জশপ্রীত বুমরাহর

কী বলেছেন তিনি?

Will he play all the Tests in England? Jasprit Bumrah hints at the end of the third day
Published by: Prasenjit Dutta
  • Posted:June 23, 2025 11:56 am
  • Updated:June 23, 2025 12:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহ ইংল্যান্ড সিরিজে সব টেস্টে খেলবেন তো? ইংল্যান্ড সফরের আগে থেকেই এই বিষয়ে জল্পনা। ক্রিকেট মহলে গুঞ্জন, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনটি ম্যাচে মাঠে নামবেন টিম ইন্ডিয়ার এই স্পিড স্টার। তবে, এখন কি অন্য পরিকল্পনা করেছেন বুমরাহ? তৃতীয় দিনের পর তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এমনই ইঙ্গিত দিয়েছেন।  

তৃতীয় দিনের শেষে সংবাদমাধ্যমকে বুমরাহ বলেন, “এখানকার আবহাওয়া বেশ উপভোগ্য। এখানে ভারতের তুলনায় বেশি ঠান্ডা। যা শারীরিকভাবে অনেকটাই সতেজ রাখছে। তাই খুবই চাঙ্গা লাগছে। আশা করি ভালো কিছু ঘটবে।” এমন মন্তব্যের পরেই তাঁর ভক্তদের ধারণা, বুমরাহ হয়তো তাঁর পরিকল্পনা পুনর্বিবেচনা করছেন। তাই আগেভাগেই এমন ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরাহ। বাকি বোলাররা মিলে ৫ উইকেট নিলেও বিলিয়েছেন ৩৮২ রান। তাই অন্য বোলাররা যদি উইকেট না পান, তাহলে ওয়ার্কলোড বাড়বে ৩১ বছর বয়সি বোলারের। তার উপর তাঁর বলে দফায় দফায় ক্যাচ ফসকেছেন যশস্বী, জাদেজারা। এই প্রসঙ্গে ফিল্ডারদের পাশেই দাঁড়িয়েছেন তিনি। তাঁর কথায়, “কেউ তো আর ইচ্ছা করে ক্যাচ ফেলে না। কখনও কখনও ঠান্ডার কারণে ক্যাচ মিস হয়ে যায়। এটা খেলারই অঙ্গ। চেষ্টা করি এসব যেন আমার উপর প্রভাব ফেলতে না পারে। তাই সামনের দিকে তাকাই। উপভোগ করি। মুখে সব সময় হাসি রাখি।”

উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে ৪৬৫ রানে থেমেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। প্রসিদ্ধ কৃষ্ণ ওভারপিছু দিয়েছেন প্রায় সাড়ে ৬ রান। অভিজ্ঞ শার্দূল ঠাকুরও প্রতি ওভারে বিলিয়েছেন ৬.৩৩ রান। সতীর্থদের পাশে দাঁড়িয়ে বুমরাহ বলেন, “কেউ কেউ এখানে প্রথমবার খেলছে। তাই হয়তো মানিয়ে নিতে সময় লাগছে। ওরা ধীরে ধীরে শিখবে। এই মুহূর্তে আমাদের লক্ষ্য হল যতটা সম্ভব রান করা।” প্রসঙ্গত, প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিকের বুমরাহ সম্পর্কে মূল্যায়ন, “ও কোহিনূর হিরের মতোই মূল্যবান।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement