Advertisement
Advertisement
Asia Cup

এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে ‘বাধ্য’ ভারত! কিন্তু কেন?

১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা।

Will India India Pull Out Of Asia Cup 2025 Match Vs Pakistan? BCCI Source Gives Update

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:July 27, 2025 5:50 pm
  • Updated:July 27, 2025 5:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে সেটা এখনও স্পষ্ট নয়। তার মধ্যেই ঘোষিত এশিয়া কাপের দিনক্ষণ। এসিসি’র প্রধান মহসিন নকভি সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। যাবতীয় সমালোচনা সত্ত্বেও কি পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত? সেই নিয়ে মুখ খুললেন বিসিসিআইয়ের এক কর্তা।

Advertisement

সম্প্রতি লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়েছে। তার আগে ম্যাচ নিয়ে সমালোচনাও কম হয়নি। এই পরিস্থিতিতে এশিয়া কাপের সূচি ঘোষণা হলেও ভারত-পাক ম্যাচের ভবিষ্যৎ কী হয়, সেদিকে চোখ থাকবে সবার। শুধু তাই নয়, দুই দল ফাইনালে উঠলে টুর্নামেন্টে তিনবার ভারত-পাক ম্যাচ দেখা যাবে। ‘এ’ গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান আছে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে বলছেন, “বিসিসিআই এই টুর্নামেন্ট বা এই ম্যাচ থেকে নাম তুলতে পারবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাতায়-কলমে ভারত আয়োজক দেশ। ফলে এই পর্যায়ে এসে কিছুই বদলানো যাবে না। কর্মকর্তারা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলেছেন, সেই অনুযায়ী সূচি এসেছে। ম্যাচ সেই মতোই হবে।”

প্রথমে শোনা গিয়েছিল, ২৪ জুলাই ঢাকায় যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা, তাতে যোগ দিতে চাইছে না বিসিসিআই। পরে অবশ্য অনলাইনে এই মিটিংয়ে যোগ দেন বিসিসিআইয়ের প্রতিনিধি। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন এসিসি প্রধান নকভি। সেখানেই তিনি জানান, কাউন্সিলের ২৫টি দেশই বৈঠকে যোগ দিয়েছে সেটা অত্যন্ত আনন্দের বিষয়। অর্থাৎ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে বিসিসিআইয়ের সম্মতি রয়েছে, তা কার্যত স্পষ্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ