ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার গোটা দেশ যখন ৭৪ তম স্বাধীনতা দিবস (Independence Day,) পালনে ব্যস্ত, আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাতে অবাক হন অনেকেই। কিন্তু কেন এমন সিদ্ধান্ত খোলসা করেননি মাহি। আর এসবের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ধোনির রাজনীতিতে নামা নিয়ে শুরু হয়ে গেল জল্পনা। তিনি নাকি খুব শীঘ্রই যোগ দেবেন বিজেপিতে! নেটিজেনদের একাংশের এমনই দাবি। এর মধ্যেই আবার বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও এক সাক্ষাৎকারে বলেন, তিনি চান মহেন্দ্র সিং ধোনি বিজেপিতে (BJP) যোগদান করুন। আর সাংসদের এই বক্তব্যে ধোনিকে চলা জল্পনাকেই আরও উসকে দিল।
মনে করা হচ্ছে, গোটা জল্পনার সূত্রপাত অমিত শাহের (Amit Shah) একটি টুইট থেকে। ধোনির অবসরের পর টুইটটি করেন তিনি। লেখেন, ‘‘নিজের খেলা দিয়ে ধোনি লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিয়েছে। আশা করছি, আগামিদিনে ভারতীয় ক্রিকেটকে আরও অনেক শক্তিশালী করে তুলতে এগিয়ে আসবেন তিনি। তাঁর ভবিষত্যের জন্য অনেক শুভেচ্ছা রইল। বিশ্ব ক্রিকেট হেলিকপ্টার শটটি মিস করবে।’ এরপরই অমিত শাহের সঙ্গে ধোনির একটি পুরনো ছবি পোস্ট করে ধোনির বিজেপিতে যোগদানের জল্পনা বাড়িয়ে দেন নেটিজেনরা। কেউ সরাসরি লেখেন, ‘‘শীঘ্রই ধোনি বিজেপিতে যোগ দেবেন।’’ কেউ আবার কিছুটা কৌতূহল দেখিয়ে প্রশ্ন তোলেন, ‘‘তাহলে কি ধোনি বিজেপিতে যাচ্ছেন?’’ আরেক জনের আবার কাতর অনুরোধ, ‘‘ধোনিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।’’ কেউ কেউ আবার দাবি করেন, একইদিনে অবসর নেওয়া সুরেশ রায়নাও বিজেপিতে যোগ দিতে পারেন।
I join millions of cricket fans across the globe to thank for his unparalleled contributions to Indian Cricket. His cool temperament has turned several hot encounters in India’s favour. Under his captaincy India was crowned World Champions twice in different formats.
— Amit Shah (@AmitShah)
. has mesmerized millions through his unique style of cricket. I hope he will continue to contribute towards strengthening Indian cricket in the times to come. Best wishes for his future endeavours.
World cricket will miss the helicopter shots, Mahi!
— Amit Shah (@AmitShah)
Imagine Mahendra Singh Dhoni and Suresh Raina joining BJP. 😼♥️
— Latika🇮🇳🚩 (@Mangoritaaaaaaa)
Isn’t Dhoni joining BJP. ?
— Kanimozhi (@kanimozhi)
Wish to see as BJP’s Jharkhand CM face
— Rishi Bagree 🇮🇳 (@rishibagree)
I don’t care about cricket. I just hope this Dhoni guy does not end up with the BJP.
— pinkpaisley پنک پیسلی (@pinkpaisley3)
Rumours:- to join BJP soon.
— MAYANK CHAUDHARY (@IamMayank_)
এদিকে, এসবের মধ্যেই এক সাক্ষাৎকারে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari) ধোনিকে নিয়ে গান করেন। পাশাপাশি তাঁকে রাজনীতিতে আসার জন্য আমন্ত্রণও জানান। যা এই জল্পনায় আরও ইন্ধন জুগিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.