সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাঁদের অবসর নিয়ে নানান গুঞ্জন। এই আবহে অনেকেরই প্রশ্ন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ‘রো-কো’ জুটিকে দেখা যাবে তো? ব্যাপারটা মোটেও সহজ নয় বলে সোজাসাপ্টা জবাব দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
২০২৭ সালে রোহিত ও বিরাটের বয়স হবে যথাক্রমে ৪০ এবং ৩৮। যেহেতু তাঁরা টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটে নেই, তাই ফিটনেস ধরে রাখা সহজ হবে না দু’জনের ক্ষেত্রেই। সৌরভ বলেন, “একবছরে ওদের খেলতে হবে ১৫ ম্যাচ। ব্যাপারটা কিন্তু অতটা সহজ হবে না।”
তবে রোহিত-বিরাটকে কোনও পরামর্শ দিতে চান কিনা, সেই প্রসঙ্গে মহারাজের সংযোজন, “ওদের পরামর্শ দেওয়ার মতো কিছু নেই। ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত তো ওরাই নেবে। তবে এ কথাও সবার মতো ওদেরকেও বুঝতে হবে, খেলাটি ওদের কাছ থেকে দূরে চলে যাবে এবং ওরাও খেলা থেকে দূরে চলে যাবে।”
তবে তিনি মনে করেন, ইংল্যান্ড সিরিজে রান পেতেন বিরাট। সৌরভের কথায়, “গত পাঁচ বছর ব্যাট হাতে ভালো যায়নি কোহলির। এ কথা ও ভালোভাবেই জানত। আমি নিশ্চিত যে, ইংল্যান্ড সিরিজে খেললে রান পাওয়ার জন্য মরিয়া থাকত। ও একজন চ্যাম্পিয়ন। আর চ্যাম্পিয়নরা সব সময় ফিরে আসতে জানে। তাই ইংল্যান্ডে খেললে কোহলি রান পেত বলেই আমার ধারণা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.