ছবি এক্স
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিডসে পরাজয়ের পর এজবাস্টনে সমতা ফেরানোর লড়াইয়ে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এই টেস্টের আগে ভারতীয় শিবিরে অনেকগুলি ‘এক্স ফ্যাক্টর’ কাজ করছে। তার মধ্যে অন্যতম, জশপ্রীত বুমরাহ। তিনি দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে থাকবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা। তবে বার্মিংহামে দ্বিতীয় টেস্টে কি ভাগ বসাবে বৃষ্টি? আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে সেখানে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাছাড়া এখানকার পিচই বা কেমন থাকবে?
প্রথম দিনের প্রথম দুই-আড়াই ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনকী বৃষ্টির কারণে পিছিয়ে যেতে পারে টস। আবার সন্ধ্যার দিকেও বৃষ্টি হতে পারে। তবে, গোটা দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি। সর্বোচ্চ ২১ ডিগ্রি। বোঝাই যাচ্ছে, বার্মিংহামে ঠান্ডা থাকবে যথেষ্ট।
দ্বিতীয় দিনের আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। এমনকী রোদও উঠতে পারে। আর রোদ উঠলে ব্যাটারদের সুবিধা। তৃতীয় দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা। দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হাওয়া বইবার সম্ভাবনা ১৯ কিমি থেকে ২৩ কিমি। এই সময় পেসাররা কিছুটা হলেও সুবিধা পেতে পারেন।
চতুর্থ দিনেও মেঘলা আবহাওয়াতেই খেলতে হবে শুভমান গিল, বেন স্টোকসদের। তবে, সেদিন বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। চতুর্থ দিন বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। কিন্তু পঞ্চম দিন মুষলধারে না হলেও গোটা দিনই বৃষ্টি হতে পারে। ফলে শেষ দু’টো দিন পুরো ৯০ ওভার খেলা হওয়ার সম্ভাবনা কম।
এজবাস্টনে ম্যাচের আগেও রোদবৃষ্টির ঝলক দেখা গিয়েছে। যা আবহাওয়া তাতে লিডসের মতো টস জয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন। তবে, দ্বিতীয় ব্যাট করা দল এজবাস্টনে শেষ চারটি টেস্টের প্রতিটিতেই জিতেছে। যার মধ্যে রয়েছে ২০২২ সালে ভারতের দেওয়া ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ডের জয়। অন্যদিকে, চিরাচরিতভাবে এখানকার পিচ ঘাসে থাকে। কিন্তু ম্যাচের আগে পিচের ঘাস অনেকটাই কাটা হয়েছে বলে খবর। সেক্ষেত্রে খেলা গড়ানোর সঙ্গে পিচ ফাটলে স্পিনাররাও সাহায্য পাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.