Advertisement
Advertisement
Sanju Samson

পাকিস্তান ম্যাচে কি ব্যাটিং অর্ডারে বদল? সঞ্জুকে নিয়ে বড় ইঙ্গিত ব্যাটিং কোচের

টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে কী বলেছেন তিনি?

Will there be a change in the batting order for the Pakistan match? Batting coach gives a big hint about Sanju Samson
Published by: Prasenjit Dutta
  • Posted:September 13, 2025 12:35 am
  • Updated:September 13, 2025 12:35 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভমান গিল দলে ফেরায় ওপেনিংয়ে জায়গা হারিয়েছেন তিনি। সঞ্জু স্যামসনকে সরিয়ে অভিষেক শর্মার সঙ্গে আরব আমিরশাহী ম্যাচে ওপেন নেমেছিলেন গিল। পাকিস্তান ম্যাচেও কি মিডল অর্ডারে নামবেন সঞ্জু? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

Advertisement

সীতাংশু বলন, “সঞ্জু যে পাঁচ বা ছ’নম্বরে খুব একটা ব্যাট করেনি, সেটা আমরা জানি। তবে ও কিন্তু চ্যালেঞ্জ নিতে জানে। এর জন্য ও তৈরি আছে। এই জায়গায় নেমেও ও ভালো খেলতে পারবে। ওর মতো ব্যাটারের যে কোনও জায়গায় ভালো খেলার ক্ষমতা রয়েছে। ওকে কোথায় নামানো হবে, সেটা দলের অধিনায়ক এবং কোচ ঠিক করবে।”

ভারতের ব্যাটিং কোচের সংযোজন, “ওপেনাররা ছাড়া বাকি পজিশনে কারা নামবে, তা নিশ্চিত নয়। প্রত্যেকে চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। আমার মনে হয় এটা একটা ভালো দিক। আমাদের দলে যে কেউ যে কোনও জায়গায় নেমে ম্যাচ জেতানোর জন্য প্রস্তুত থাকে। আমাদের চার-পাঁচ জন আক্রমণাত্মক ক্রিকেটার আছে। পরিস্থিতি অনুযায়ী তাদের ব্যাটিং পজিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

২০২৪ সাল থেকে ওপেনার হিসাবে দেখা গিয়েছিল সঞ্জু স্যামসনকে। ৪১টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৬১ রান করেছেন তিনি। তবে, মাত্র ১২ ইনিংসে তিনটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৫২.৩৮। দেখা গিয়েছে, অন্যান্য পজিশনে যখনই তিনি ব্যাট করতে নেমেছেন, তখনই তাঁর পারফরম্যান্সের গ্রাফ অনেকটাই পড়ে গিয়েছে। পরিসংখ্যান হল, পরের দিকে ব্যাটিং করতে নেমে ৯ ইনিংসে মাত্র ২৯ রান করেছেন তিনি। এহেন সঞ্জু মিডল অর্ডারে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করবেন, তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ