Advertisement
Advertisement
Gautam Gambhir

‘সমালোচনার মধ্যেও জেতাটাই আসল…’, গম্ভীরের পাশে দাঁড়ালেন শার্দূল

টিম ইন্ডিয়ার হেডকোচকে নিয়ে আর কী বলেছেন শার্দূল?

'Winning is the real thing despite criticism...', Shardul Thakur stands by Gautam Gambhir
Published by: Prasenjit Dutta
  • Posted:August 18, 2025 2:03 pm
  • Updated:August 18, 2025 2:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল বলের ক্রিকেটে গৌতম গম্ভীরের রেকর্ড খুব একটা ভালো নয়। তাঁর আমলে নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। পরে অস্ট্রেলিয়ায় গিয়েও দুরমুশ হয় ভারত। যদিও এবার ‘এশিয়ান জায়ান্টস’রা ইংল্যান্ডের মাটি থেকে পাঁচ ম্যাচের সিরিজ ড্র রেখে দেশে ফিরেছে। যদিও এরপরেও গম্ভীরকে নিয়ে সমালোচনা থামছে না। এই পরিস্থিতিকে শার্দূল ঠাকুরকে পাশে পেয়ে গেলেন টিম ইন্ডিয়ার হেডকোচ।

Advertisement

রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে শার্দূল বলেন, “তিনি সব সময় একজন ক্রিকেটার হিসাবে আমাদের হয়ে লড়াই করেছেন। প্রত্যেকের মধ্যে লড়াকু মানসিকতা ঢুকিয়ে দিয়েছেন। খেলোয়াড় জীবনেও গম্ভীরের মধ্যে এমন মানসিকতা ছিল।”

গম্ভীরের দেওয়া কোন মন্ত্রে উদ্বুদ্ধ হয়েছিল গোটা দল? এই প্রসঙ্গে তিনি বলেন, “গম্ভীর কিন্তু সব সময় দলের জন্য লড়াই করতে প্রস্তুত থাকেন। এমনকী ঝামেলার সময়ও একই রকম থাকেন। এই মানসিকতা তিনি আমাদের মধ্যে সঞ্চারিত করেছেন।” উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজে অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছিল শার্দূলকে। কিন্তু ব্যাটিং, বোলিং উভয় ক্ষেত্রেই হতাশ করেছেন। তিন টেস্টে সুযোগ পেলেও তাঁর রান মাত্র ৭২। সর্বোচ্চ ৪১। উইকেট পেয়েছেন মাত্র ২টি।

শার্দূলের সংযোজন, “খেলোয়াড় জীবনে তিনি রাজ্যস্তর হোক কিংবা দেশ, বহু ট্রফি জিতেছেন। সেই সব অভিজ্ঞতা গম্ভীর আমাদের সঙ্গে শেয়ার করেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়েছি আমরা। সমালোচনা আসবে-যাবে। কিন্তু এর মধ্যে থেকেও জেতাটাই হল আসল ব্যাপার। আমরা সঠিক পথেই এগিয়ে চলেছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ