ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপে যথেষ্ট চাপে ভারতীয় মহিলা দল। এবার আইসিসির শাস্তির কোপে হরমনপ্রীতরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য জরিমানা হল ভারতীয় মহিলা দলের। স্মৃতি-হরমনপ্রীতদের ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
বিশ্বকাপের শুরুতে টানা দু’ম্যাচ জিতে নকআউটে যাওয়ার স্বপ্ন দেখছিল ভারত। শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে বড় রান তুলে সাফল্য পেয়েছিল উইমেন ইন ব্লু। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ফর্মুলা খাটেনি। কিন্তু তারপর দুই ম্যাচে হেরে হরমনপ্রীত কউরদের সেই স্বপ্নে বড়সড় ধাক্কা লেগেছে। রবিবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান তুলেও হেরে মাঠ ছেড়েছে উইমেন ইন ব্লু। তারপর থেকে ভারতের নকআউটে যাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
এর মধ্যেই আইসিসির শাস্তি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি ওভার কম করে ভারতীয় দল। যে কারণে ম্যাচ রেফারি মিচেল পেরেরার শাস্তির খাঁড়া নেমে এল ভারতের উপর। আইসিসির ধারার ২.২২ অনুযায়ী ম্যাচ ফি’র ৫ শতাংশ কাটা হয়েছে। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর শাস্তি মেনে নিয়েছেন।
পয়েন্ট টেবিলে আপাতত চার নম্বরে রয়েছেন স্মৃতি মান্ধানারা। চার ম্যাচে চার পয়েন্ট পেয়েছে ভারত। নেট রান রেটও পজিটিভেই রয়েছে তাদের। এহেন পরিস্থিতিতে নকআউট নিশ্চিত করতে বাকি থাকা দুই ম্যাচেই ভারতকে জিততে হবে। গোটা বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে উইমেন ইন ব্লু। তারপর প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
India have been fined for slow over-rate during their game against Australia at .
Details ⬇️
— ICC (@ICC)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.