সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী ও মিতালি রাজ। দুজনেই ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। কিন্তু ভারতীয় ড্রেসিংরুমে এখনও তাঁদের প্রভাব বহাল তবিয়তে রয়েছে। আর তাঁদের জন্যই ক্রিকেট বিশ্বকাপ জিততে চান ভারতীয় মহিলা দলের তারকা জেমাইমা রদ্রিগেজ।
শ্রীলঙ্কার পর রবিবার পাকিস্তানকেও হারিয়েছে ওমেন্স ইন ব্লু। পরীক্ষা এখনও অনেক বাকি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে। তার আগে ভারতীয় দলে অনুপ্রেরণার নাম ‘মিতালি দি, ঝুলু দি’। মহিলাদের ক্রিকেটে ভারত এখনও বিশ্বকাপ জেতেনি। ফাইনালে উঠে স্বপ্নভঙ্গের স্মৃতিও আছে। দেশের মাটিতে কি সেই অপূর্ণতা দূর হবে?
জেমাইমা বলছেন, “আমরা তাঁদের জন্য জিততে চাই, যাঁরা আমাদের রাস্তা দেখিয়েছেন। মিতালি দি, ঝুলু দি (ঝুলন গোস্বামী), নীতু ম্যাম (নীতু ডেভিড) ও যাঁরা মহিলা ক্রিকেটকে আজকের জায়গায় নিয়ে এসেছেন, তাঁদের জন্য জিততে চাই।” তিনি আরও বলেন, “যখন আমি প্রথমবার দলে আসি তখন মিতালি দি, ঝুলন দিরা সিনিয়র ছিলেন। আর এখন হরমন দি (হরমনপ্রীত) ও স্মৃতি দলকে নেতৃত্ব দিচ্ছে। এটা খুব স্পেশাল। ওরা এমন একটা পরিবেশ তৈরি করেছে, যেখানে সবাই দলের জন্য সবটা দিতে তৈরি।”
রবিবার পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত। বর্তমান সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ নিয়ে বহু বিতর্ক হয়েছে। জেমাইমা সেখান থেকে নিজেদের সরিয়ে রাখতে চান। তিনি বলেন, “আমরা একটা করে ম্যাচ দেখে এগোচ্ছি। বাস্তবের মাটিতে থাকছি। নিজেদের জন্য একটা গণ্ডি করে রাখছি। কারণ আমরা জানি, বিশ্বকাপে কতরকম বাইরের আলোচনা থাকে। যে চ্যালেঞ্জই আসুক, আমরা একসঙ্গে মোকাবিলা করতে তৈরি। সবাই সবার পাশে থাকে, তাই অন্যের সাফল্যে খুশি হয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.