সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। সদ্য সমাপ্ত পুরুষদের এশিয়া কাপে তিন-তিনবার ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয়েছিল। সেখানে ধাওয়া করেছিল ‘হ্যান্ডশেক বিতর্ক’। গ্রুপ পর্বের ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সেই বিতর্ক উসকে উঠল। ফলে ম্যাচেও যে তার ছাপ পড়বে, তা পরিষ্কার। এদিকে কলম্বোর আকাশে কালো মেঘ, সেই সঙ্গে রইল বিতর্কের পূর্বাভাসও।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আসেননি অধিনায়ক হরমনপ্রীত কউর। সেই জায়গায় হাজির হন বোলিং কোচ আবিষ্কার সালভি। তাঁকে এক পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করেন, “ভারতের অধিনায়ককে একটা প্রশ্ন করতাম। কিন্তু যেহেতু তিনি নেই, তাই আপনাকেই প্রশ্ন করব। এর আগে পাকিস্তান ও ভারতের মধ্যে সৌহার্দ্যের সম্পর্ক ছিল। অন্তত এই বিশ্বকাপের আগে পর্যন্ত। কিন্তু এশিয়া কাপে যে তিক্ততা তৈরি হয়েছে, তার প্রভাব কি মহিলাদের ম্যাচেও দেখা যাবে?”
সালভি উত্তর দেওয়ার আগেই ভারতের মিডিয়া ম্যানেজার বলে ওঠেন, “একটা কথা মনে করিয়ে দিতে চাই। আমরা এই ধরনের প্রশ্ন গ্রহণ করব না। ফলে পরের প্রশ্নটা করা হোক।” বিষয়টা সেখানেই ধামাচাপা পড়ে যায়। মনে করিয়ে দেওয়া যাক, এশিয়া কাপের ম্যাচগুলিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ভারতীয় দলের ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। এমনকী, পিসিবি প্রধান এবং এসিসি প্রেসিডেন্ট মহসিন নকভির হাত থেকে এশিয়া কাপ জেতার পর ট্রফি নিতে অস্বীকার করে ভারতীয় দল। যা নিয়ে বিতর্ক এখনও চলছে।
ম্যাচ নিয়ে যেমন বিতর্কের কালো মেঘ আছে, তেমনই অবস্থা কলম্বোর আকাশে। শনিবার প্রবল বৃষ্টি হয়েছে সেখানে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচে টসই হয়নি। ম্যাচ বাতিল হয়ে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। রবিবার সকালেও একই অবস্থা। ফলে আদৌ ম্যাচ কখন শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর ম্যাচ শুরু হলে দুই দল হাত মেলায় কি না, সেদিকে সবার নজর থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.