Advertisement
Advertisement
Women's World Cup

ভালো খেলেও জুটল ‘তিরস্কার’, কোন অপরাধে শাস্তির কবলে পাক ব্যাটার?

কী শাস্তি পেলেন তিনি?

Women's World Cup: for what offense was the Pakistani batter punished?
Published by: Prasenjit Dutta
  • Posted:October 6, 2025 6:53 pm
  • Updated:October 6, 2025 6:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো মহিলাদের বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ হারের ক্ষত। তার উপর শাস্তির খাঁড়া নেমে এল পাকিস্তানের ক্রিকেটার সিদরা আমিনের উপর। ভালো খেলার পরেও আইসিসি’র শাস্তির কবলে পড়তে হল তাঁকে। তবে সেই শাস্তি মেনেও নিয়েছেন তিনি।

Advertisement

ভারতের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একা কুম্ভ হয়ে লড়ছিলেন সিদরা। শেষমেশ ১০৬ বলে লড়াকু ৮১ রান করে ৪০তম ওভারে স্নেহ রানার বলে আউট হন তিনি। এরপর আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে ব্যাট সজোরে আছাড় মারেন তিনি।

এই ঘটনার পর মাঠের আম্পায়ার লরেন অ্যাজেনবাগ এবং নিমালি পেরেরা, তৃতীয় আম্পায়ার কেরিন ক্লাসে এবং চতুর্থ আম্পায়ার কিম কটন সিদরার বিরুদ্ধে অভিযোগ আনেন। তাঁদের অভিযোগের পর ক্রিকেটের নিয়ামক সংস্থা সমস্ত দিক খতিয়ে বিচার করে জানায়, শৃঙ্খলাবিধির ২.২ ধারা লঙ্ঘন করেছেন সিদরা।

আইসিসি’র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘৪০তম ওভারে আউট হওয়ার পর সিদরা আমিন তাঁর ব্যাট আছাড় মারেন। এটা ক্রিকেটের সরঞ্জামের অসম্মান। তাই তাঁকে আনুষ্ঠানিক তিরস্কার এবং এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।’ তাছাড়া সিদরা যে শাস্তি মেনে নিয়েছেন, সে কথাও বিবৃতিতে জানিয়েছে আইসিসি।

জানা গিয়েছে, তাঁর সর্বোচ্চ সাজা হতে পারত ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং ২ ডিমেরিট পয়েন্ট। তবে, গত ২৪ মাসে এটাই প্রথম অপরাধ তাঁর। সেই কারণে এটা লেভেল ওয়ান অপরাধ বলে গণ্য করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। উল্লেখ্য, পাকিস্তানের পরবর্তী ম্যাচ ৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ