Advertisement
Advertisement
Women's World Cup

ম্যাচের পরও পাক-বয়কট! বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে হরমনপ্রীতের বার্তা, ‘দেশের লোক তাহলে…’

মহিলা বিশ্বকাপের ম্যাচেও বিতর্কের কমতি হয়নি।

Women's World Cup: India Captain Harmanpreet Kaur sent message after beating Pakistan Women team
Published by: Arpan Das
  • Posted:October 6, 2025 9:41 am
  • Updated:October 6, 2025 9:41 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরেকটি রবিবার। আরও একবার পাক-বধ। গত তিন রবিবার পাকিস্তানকে এশিয়া কাপে হারিয়েছে ভারতের পুরুষ দল। এবার ওয়ানডে বিশ্বকাপে ৮৮ রানে জিতল ওমেন্স ইন ব্লু। আর ফের পাক-প্লেয়ারদের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন হরমনপ্রীতরা। সেই সঙ্গে দেশের ক্রিকেট ভক্তদেরও বার্তা দিলেন ভারত অধিনায়ক।

Advertisement

পাকিস্তানের আপত্তিতে ভারত-পাক ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কায়। সেখানে পাকিস্তানকে হারানোর পর পরিসংখ্যান দাঁড়াল ১২-০। অর্থাৎ দু’দেশের মধ্যে ১২টি ওয়ানডে ম্যাচের সবকটিই জিতেছে ভারত। তারপর হরমনপ্রীত বলেন, “খুব খুশি। ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি নিশ্চিত, দেশে যারা আছেন, তারাও খুব খুশি হয়েছেন।” সম্প্রতি এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে প্রবল বিতর্ক হয়েছে। অপারেশন সিঁদুরের উল্লেখ করে আর্থিক জরিমানা হয়েছে সূর্যকুমার যাদবের। সম্ভবত সেই কারণে হরমনপ্রীত ইঙ্গিতেই কাজ সারলেন।

তবে মহিলা বিশ্বকাপের ম্যাচেও বিতর্কের কমতি হয়নি। শুরুটা হয়েছিল টস দিয়ে। সূর্যকুমারের মতোই পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলাননি হরমনপ্রীত। রান আউট নিয়ে ঝামেলা বাঁধে। পোকার জন্য ম্যাচ খানিকক্ষণ বন্ধ থাকে। সব কিছুর শেষে রিচা ঘোষ, হরলিন দেওলের ব্যাটিং এবং ক্রান্তি গৌড়ের বোলিংয়ে ভারত ৮৮ রানে জেতে।

ম্যাচের পর সোজা নিজেদের ড্রেসিং রুমে চলে আসে ভারতীয় দল। ম্যাচ শেষেও পাক প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি স্মৃতি মন্ধানারা। একই ঘটনা ঘটেছিল এশিয়া কাপে ভারত-পাক প্রথম ম্যাচে। সেখানেও জিতে ড্রেসিং রুমে ফিরে দরজা বন্ধ করে দেন হার্দিক পাণ্ডিয়া। সব মিলিয়ে ক্রিকেট মাঠে ‘পাক-বয়কট’ চলছেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ