Advertisement
Advertisement
Women's World Cup

ঘরের মাঠে আজ শুরু মহিলাদের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীত

এই প্রথমবার ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন হরমনপ্রীত।

Women's World Cup kicks off today, India confident of winning
Published by: Anwesha Adhikary
  • Posted:September 30, 2025 12:04 pm
  • Updated:September 30, 2025 12:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে প্রবল আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। মঙ্গলবার বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দল খেলতে নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে হরমনপ্রীত জানিয়ে দিলেন, তাঁদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল।

Advertisement

ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলা। স্বাভাবিকভাবেই উদ্দীপ্ত ভারতীয় দল। ভারতকে আরও উৎসাহিত করছে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হারলেও একটি ম্যাচ জিতেছে। এবং চারশোর উপর রান তাড়া করতে নেমে একসময় জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল ভারতীয় শিবির। যদিও তারা জিততে পারেনি। কিন্তু যেভাবে ব্যাটাররা পারফর্ম করেছে, তাতে আশায় বুক বাঁধছেন হরমনপ্রীত। প্রথমবার বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দিতে নামা হরমনপ্রীত বলছিলেন, “আমাদের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। ঘরের মাঠে খেলার একটা সুবিধা পাওয়া যায়। কিন্তু আমি বলব, এই সুবিধা ছাড়াও আমাদের পারফরম্যান্সের দিকে লক্ষ্য রাখুন। সাম্প্রতিক অতীতে যে ক্রিকেট উপহার দিয়েছি এবং যে ফল হয়েছে, তাতে আমরা খুশি। আমাদের দলের গভীরতা যথেষ্ট। ব্যাটিংয়ে হোক বা বোলিংয়ে, প্রতিটি বিভাগেই আমাদের গভীরতা রয়েছে। আমরা যথেষ্ট উন্নতি করেছি। এবং তার উপর ভিত্তি করেই বলছি, বিশ্বকাপে পারফরম্যান্স ভালোই হবে।”

শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে হরমনপ্রীত বলেন, “বিশ্বকাপে এটাই আমাদের প্রথম ম্যাচ। যেকোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। আমাদের একটাই লক্ষ্য শুরুটা যাতে ভালোভাবে হয়। তার জন্য মনসংযোগ জরুরি। যেভাবে চাইছি, সেভাবে যাতে শুরুটা হয়, তারজন্য সবকিছু উজাড় করে দিতে হবে।” দেশের মাটিতে খেলা। স্বাভাবিকভাবেই প্রত্যাশা প্রচুর। ভারত অধিনায়ক বলেন, “মুহূর্তটা ভীষণই উত্তেজনাপূর্ণ। তবে আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামছি। সেরাটা দিতে হবে, এটাই একমাত্র লক্ষ্য।” এই নিয়ে হরমনপ্রীত পঞ্চম বিশ্বকাপ খেলতে নামছেন। এবং এই প্রথমবার ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপে নেতৃত্ব দিতে চলেছেন তিনি।

আজ মহিলাদের বিশ্বকাপে
ভারত বনাম শ্রীলঙ্কা
গুয়াহাটি, বিকেল ৩.০০
স্টার স্পোর্টস নেটওয়ার্কে

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ