প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদপিষ্ট কাণ্ডের পর বেঙ্গালুরুর স্টেডিয়াম থেকে সরে গেল মহিলা বিশ্বকাপের ম্যাচ। শুক্রবার আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, আসন্ন বিশ্বকাপে পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল চিন্নাস্বামীতে। কিন্তু সেগুলি আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ।
আইসিসি সূত্রে জানা গিয়েছে, মহিলা বিশ্বকাপের পাঁচটি ম্যাচ চিন্নাস্বামীতে হওয়ার কথা ছিল। উদ্বোধনী ম্যাচ, একটি সেমিফাইনাল এবং ফাইনালও এই ভেন্যুতেই হবে বলে জানা গিয়েছে। কিন্তু বিশ্বকাপের সব ম্যাচই এবার সরে গেল চিন্নাস্বামী থেকে। নতুন সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। গুয়াহাটিতে খেলা হবে সেই ম্যাচ। চিন্নাস্বামীর বাকি ম্যাচগুলি সরিয়ে দেওয়া হবে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে।
উল্লেখ্য, চলতি বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭। মর্মান্তিক ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্নাটক হাই কোর্ট। তারপর থেকেই ঘটনার দায় ঠেলাঠেলি চলছে কর্নাটক সরকার এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে।
এহেন পরিস্থিতিতে চিন্নাস্বামীর উপর বড়সড় আঘাত নেমে আসে বিচারবিভাগীয় কমিশনের রিপোর্টের মাধ্যমে। জাস্টিস জন মাইকেল ডি’কুনহা কমিশনের তরফে জানানো হয়, স্টেডিয়ামের ডিজাইন এবং পরিকাঠামো বড় কোনও ইভেন্ট আয়োজনের অনুকূল নয়। কারণ এহেন পরিকাঠামোয় প্রচুর সংখ্যক দর্শক সামলানো সম্ভব নয়। কমিশন সাফ জানিয়ে দিয়েছে, এমন পরিস্থিতিতে যদি বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করে স্টেডিয়াম কর্তৃপক্ষ, তবে তা অত্য়ন্ত ঝুঁকিপূর্ণ হবে। এই রিপোর্টের ভিত্তিতেই মহিলা বিশ্বকাপের ম্যাচগুলি সরিয়ে নেওয়া হয়েছে বলে আইসিসি সূত্রে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.