Advertisement
Advertisement
Women's World Cup 2025

শাহর সাম্যবার্তা! পুরুষদের থেকে বেশি অর্থ পুরস্কার মহিলা বিশ্বকাপে, কত পাবে চ্যাম্পিয়নরা?

অংশগ্রহণকারী প্রতিটি দলই পাবে কোটি কোটি টাকা।

Women's World Cup to offer USD 3.88m more in prize money than men's 2023 edition
Published by: Arpan Das
  • Posted:September 1, 2025 2:29 pm
  • Updated:September 1, 2025 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষদের বিশ্বকাপের থেকেও বেশি পুরস্কার মূল্য মহিলাদের বিশ্বকাপে। ২০২৩-র পুরুষদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া যত টাকা পেয়েছিল, চলতি বছর মহিলাদের ওয়ানডে বিশ্বজয়ীরা তার থেকে বেশি টাকা পাবে। মোট পুরস্কার মূল্যও ৩৪ কোটি টাকা বেশি। আইসিসি’র তরফ থেকে এই ‘সাম্যের বার্তা’কে ঐতিহাসিক বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর। বিশ্ব নিয়ামক সংস্থা জানিয়েছে টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ২৯৭ শতাংশ বাড়ানো হয়েছে। যার ফলে মোট পুরস্কার মূল্য দাঁড়িয়েছে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১২২ কোটি টাকা। যার মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে ২০২২-এ মহিলাদের বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পেয়েছিল ৩.৫ মিলিয়ন ডলার।

যা নিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলছেন, “আমাদের বার্তা খুব সহজ। মহিলা ক্রিকেটাররা যেন বুঝতে পারেন, তাঁদেরকে পুরুষদের সমান চোখে দেখা হয়।” ২০২৩-এ ভারতে আয়োজিত পুরুষদের বিশ্বকাপ প্রতিযোগিতার থেকে আসন্ন মহিলা বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ৩.৮৮ মিলিয়ন অর্থাৎ ৩৪ কোটি টাকা বেশি। ২০২৩-র বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন মার্কিন ডলার। স্পষ্টতই মহিলাদের বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হবে, তারা প্রায় ৮ কোটি টাকা বেশি পাবে। এমনকী অংশগ্রহণকারী প্রতিটি দলই ন্যূনতম ২৫০,০০০ মার্কিন ডলার অর্থাৎ ২ কোটি টাকা পাবে।

১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। ভারতের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। ৫ অক্টোবর, শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর, দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর। ফাইনাল হবে বেঙ্গালুরুতে, ২ নভেম্বর।

মোট পুরস্কার মূল্য – ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার
বিজয়ী – ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার
রানার-আপ – ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার
সেমি-ফাইনালিস্ট – ১.১২ মিলিয়ন মার্কিন ডলার
গ্রুপ পর্বের ম্যাচ জয় – ৩৪,৩১৪ মার্কিন ডলার
প্রতিটি অংশগ্রহণকারী দল – ২৫০,০০০ মার্কিন ডলার

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement