সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের (Pakistan) জার্সিতে খেলতে দেখা যাবে না তরুণ পেসার নাসিম শাহকে (Naseem Shah)। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে কাঁধে চোট পান তিনি। সেই চোটই মেগা ইভেন্ট থেকে ছিটকে দিয়েছে নাসিমকে। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। নাসিমের জায়গায় দলে এসেছেন হাসান আলি (Hasan Ali)।
নাসিমের চোট নিয়ে বিরক্ত পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার মইন খান (Moin Khan)। তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চোট নিয়ে বারংবার নিজের সমস্যার কথা জানিয়েছিলেন নাসিম। কিন্তু তাতে কর্ণপাত করেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউই।
মইন বলছেন, ”নাসিমের চোট পাকিস্তান দলের মেডিক্যাল প্যানেল ও ফিজিওথেরাপিস্টদের জন্য একটি বিপর্যয়। কারণ নাসিম গত তিন-চার মাস ধরে নিজের সমস্যা নিয়ে অভিযোগ জানাচ্ছিল। এর পরেও নাসিমকে টানা খেলানো হয়েছে। নিজেই যখন চোটের কথা বলছিল নাসিম, তখন গুরুত্ব দিয়ে বিষয়টা দেখা উচিত ছিল। কিন্তু মেডিক্যাল প্যানেল তা করেনি। এটাই সমস্যা বয়ে এনেছে।”
নাসিমের পরিবর্ত হাসান আলি অভিজ্ঞ বোলার। অভিজ্ঞতার জন্যই তাঁকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হক। নাসিম যেহেতু বিশ্বকাপের দলে নেই। তাঁর পরিবর্তে হাসান আলিকে নতুন বলে বল করতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। পাকিস্তান এখন ভারতের মাটিতে পৌঁছে গিয়েছে। গা ঘামানোর ম্যাচও খেলে ফেলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.