Advertisement
Advertisement
WPL 2025

WPL-এর উদ্বোধনে মঞ্চ মাতাবেন আয়ুষ্মান খুরানা, গতবারের চ্যাম্পিয়ন স্মৃতিদের শুভেচ্ছা কোহলির

এদিন WPL-র প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট জায়ান্টস।

WPL 2025: Ayushmann Khurrana will perform in the opening ceremony and Virat Kohli sends wishes to RCB
Published by: Arpan Das
  • Posted:February 14, 2025 5:09 pm
  • Updated:February 14, 2025 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে উইমেন্স প্রিমিয়ার লিগ। গত বছর বিরাট সাফল্য পেয়েছিল স্মৃতি মন্ধানা-হরমনপ্রীতদের পারফরম্যান্স। এবার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে থাকবেন আয়ুষ্মান খুরানা। অন্যদিকে টুর্নামেন্ট শুরুর আগে বিরাট কোহলি শুভেচ্ছা বার্তা পাঠালেন গতবারের WPL চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মহিলা দলকে।

Advertisement

গত বছর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শাহরুখ খান, শাহিদ কাপুর, টাইগার শ্রফরা। এবার অবশ্য সেই চাঁদের হাট থাকছে না। তবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান হবে দুদিন। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০-এ মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট জায়ান্টস। সেখানে ইনিংসের মাঝে পারফর্ম করবেন বলি তারকা আয়ুষ্মান খুরানা। তার জন্য সাজো সাজো রব বরোদায়। ১৫ ফেব্রুয়ারি লড়াই মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। সেখানের মূল আকর্ষণ গায়িকা মধুবন্তী বাগচী।

২০২৪-এ পাঁচ দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্মৃতি মন্ধানারা ফাইনালে হারান দিল্লি ক্যাপিটালসকে। আরসিবি-র পুরুষদের দল এখনও আইপিএল জিততে না পারলেও মহিলাদের দল সেই কাজটা করে দেখিয়েছে। এবারও কি WPL চ্যাম্পিয়ন হতে পারবে তারা? টুর্নামেন্ট শুরুর আগে শুভেচ্ছা বার্তা পাঠালেন বিরাট কোহলি।

সোশাল মিডিয়ার ভিডিও বার্তায় স্মৃতিদের উদ্দেশ্যে কোহলি বলছেন, “গত বছর তোমরা যা করেছ, তা অসাধারণ। আশা করি, সেই আত্মবিশ্বাস নিয়েই এবারের টুর্নামেন্টে নামবে। গত বছরই দেখেছি, দলে প্রতিভার খামতি নেই। সারা দেশ জুড়ে ভক্তরা তোমাদের সমর্থন করছে। মজা করে টুর্নামেন্ট খেলো। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement