ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই ঠিক করেছিলেন কোচিংয়ের সঙ্গে যুক্ত হবেন। আইপিএলে কেকেআরের তরফ থেকে সহকারী কোচের প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু ঋদ্ধিমান সাহা সেই প্রস্তাবে রাজি হননি। কারণ আইপিএল দিয়ে কোচিং কেরিয়ার শুরু করতে চাইছিলেন না ঋদ্ধি। তাঁর ইচ্ছে ছিল ধাপে ধাপে এগোনো। অর্থাৎ আগে রাজ্য দলের হয়ে কোচিং করাবেন। ক্রিকেটার হিসেবে মাঠে কোন পরিস্থিতি কীভাবে সামলাতে হয়, সেটা তাঁর জানা। কোচ হিসেবে কীভাবে সব সামলাবেন, সেটা দেখে নিতে চান। তাই তড়িঘড়ি করে আইপিএলে যেতে চাননি। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের মেন্টর হিসেবে দেখে যাবে ঋদ্ধিকে। শোনা যাচ্ছিল, বাংলাতেও এবার কোচের দায়িত্ব পেতে চলেছেন তিনি।
সবকিছু ঠিকঠাক চললে, আগামী মরশুমের বাংলার অনূর্ধ্ব-২৩ টিমের কোচ হতে চলেছেন ঋদ্ধিমান। যা খবর, তাতে সিএবি কর্তাদের সঙ্গে এটা নিয়ে একপ্রস্থ বৈঠকও হয়ে গিয়েছে ঋদ্ধির। সেখানেই সিএবি কর্তারা ঋদ্ধিকে অনূর্ধ্ব তেইশ টিমের কোচ হওয়ার প্রস্তাব দেয়। সিএবি সূত্রের খবর, সেই প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন এই উইকেটকিপার-ব্যাটার। সরকারি ঘোষণাও হয়তো করে দেওয়া হবে সামনের কিছুদিনের মধ্যে।
ক্লাব ক্রিকেট চলাকালীন ঋদ্ধি মাঝেমধ্যেই বিভিন্ন মাঠে চলে যেতেন। ম্যাচ দেখতেন। কোন ক্রিকেটার কীরকম পারফর্ম করছেন, সেটা দেখতেন। তখন থেকেই একটা আভাস পাওয়া যাচ্ছিল। কেউ কেউ বলছিলেন, ঋদ্ধি হোমওয়ার্ক আগে থেকে শুরু করে দিয়েছেন। যাতে কোচের দায়িত্ব পাওয়ার পর টিম নিয়ে তাঁকে কোনও সমস্যায় পড়তে না হয়। তাছাড়া কোন ক্রিকেটার কোন পরিস্থিতি কীরকম খেলছে, সেটাও দেখে নিতে চাইছিলেন তিনি। ঋদ্ধির লক্ষ্য, বাংলা থেকে আরও নতুন প্রতিভা তুলে নিয়ে আসা। যার জন্য বিভিন্ন জেলাতেও ঘুরছেন তিনি।
বর্তমানে ইংল্যান্ডে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ঋদ্ধি। ফিরে এসেই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে মেন্টরের কাজ শুরু করবেন। তারপরই নেমে পড়বেন বাংলার অনূর্ধ্ব-২৩ টিম। বাংলার হয়ে ঋদ্ধির নতুন ইনিংস শুরু হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.