সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনে ১৪ উইকেট। রাবাদা থেকে স্টার্ক, দুই শিবিরের পেসারদের দাপটে অসহায় ব্যাটাররা। এই যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের শিরোনাম হয়, তাহলে সেই শিরোনামের আড়ালে একটি বিরল ঘটনা ঘটে গিয়েছে লর্ডসে। যা ইংল্যান্ডের মাটিতে টেস্টের ১৪৫ বছরের ইতিহাসে ঘটেনি।
১৯৮০ সালে ওভালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ হয়। এরপর ইংল্যান্ডের মাটিতে ৫৬১টি টেস্ট ম্যাচ হয়েছে। কিন্তু এই প্রথমবার দুই ইনিংসের একনম্বর ব্যাটার (ব্যাটিং অর্ডার অনুযায়ী) শূন্য রানে আউট হলেন। বুধবার অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা এবং দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। সব মিলিয়ে টেস্টে দশমবার এমন ঘটনা ঘটল।
বুধবার বোলারদের দাপটের মাঝেও ৬৬ রানের লড়াকু ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এই নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পরপর দুই ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি করলেন স্মিথ। আইসিসির নক আউট ম্যাচে এটা তাঁর সপ্তম ৫০-এর বেশি রান। তিনি টপকে গেলেন শচীন তেণ্ডুলকরকে। আইসিসি নকআউটে ৫০-এর বেশি রানের ছটি ইনিংস খেলেছেন শচীন। স্মিথ এখনও এই তালিকায় বিরাট কোহলির থেকে পিছিয়েই রয়েছেন। রেকর্ড গড়েছেন কাগিসো রাবাডাও। এই মুহূর্তে ৭১ টেস্টে ৩৩২ উইকেট দখল করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় অ্যালান ডোনাল্ডকে টপকে গেলেন তিনি। তাঁর সামনে রয়েছেন মোটে তিনজন। ডেল স্টেইন (৪৩৯), শন পোলক (৪২১), মাখায়া এনটিনি (৩৯০)।
উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি অজি ব্যাটাররা। কিন্তু শেষবেলায় এসে দলকে ম্যাচে ফেরান প্যাট কামিন্স-মিচেল স্টার্করা। বুধবার লর্ডসে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। মেঘলা আবহাওয়ায় শুরু থেকেই প্রোটিয়া পেস ব্যাটারির সামনে সমস্যায় পড়তে দেখা যায় অজি ব্যাটারদের। ২১২ রানে থেমে যায় অজিদের প্রথম ইনিংস। কিন্তু এরপর ব্যাট হাতে বিপর্যয়ের মুখ পড়ে দক্ষিণ আফ্রিকাও। প্রোটিয়া ইনিংসের প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন এডেন মার্করাম। তারপর রায়ান রিকলটন, উইয়ান মুল্ডার, ট্রিস্টান স্টাবস- একে একে ব্যর্থ সকলেই। দিনের শেষে স্কোরবোর্ডে মাত্র ৪৩ রান তুলতে পেরেছে প্রোটিয়ারা। প্যাভিলিয়নে চার ব্যাটার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.