Advertisement
Advertisement
Yashasvi Jaiswal

প্রথম টেস্টের আগেই ভারতীয় শিবিরে অশান্তি! কোচ গম্ভীরের সঙ্গে ‘উত্তপ্ত বাক্য বিনিময়’ যশস্বীর

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্টে সেভাবে রান পাননি যশস্বী।

Yashasvi Jaiswal Has 'Animated Chat With India Coach Gautam Gambhir, Says Reports
Published by: Subhajit Mandal
  • Posted:June 13, 2025 9:30 am
  • Updated:June 13, 2025 9:30 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামার সপ্তাহখানেক আগেই ভারতীয় দলে অশান্তির আঁচ! অনুশীলনে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেল ওপেনার যশস্বী জয়সওয়ালকে! যা নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে। যদিও পরে শান্তভাবেই নেটে ব্যাট করেছেন যশস্বী।

রেভস্পোর্টসে’র রিপোর্টে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার নেটে ব্যাট করার সময় যশস্বী অনেকটা টি-২০ মেজাজে প্রতিটি বলেই চালিয়ে খেলার চেষ্টা করছিলেন। সেই চক্করে তিনি আউটও হয়ে যান। তাতেই সম্ভবত রেগে গিয়েছিলেন কোচ গম্ভীর। তিনি যশস্বীকে ডেকে পাঠেন। কয়েক মিনিটের উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোচ এবং ওপেনারের মধ্যে। যদিও বিষয়টি বেশিদুর গড়ায়নি। ফের নেটে গিয়ে ব্যাট করেন যশস্বী। এবারে অনেকটা শান্ত দেখায় তাঁকে। সেভাবে আক্রমণাত্মক ব্যাটিংও করেননি।

আসলে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্টে সেভাবে রান পাননি যশস্বী। চার ইনিংসে তাঁর সংগ্রহ ২৪, ৬৪, ১৭ এবং ৫। ইংল্যান্ডের সুইংয়ের পিচে যে শুরু থেকেই চালিয়ে খেলাটা কঠিন, সেটাই সম্ভবত বোঝাতে চেয়েছেন গম্ভীর। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে ভালো করতে হলে যশস্বীর ভালো খেলাটা জরুরি। সেটা জানেন গম্ভীরও।

এই মুহূর্তে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। নিয়মিত অনুশীলনা গা ঘামাচ্ছে ভারতীয় দল। বিসিসিআইয়ের তরফে গিলদের অনুশীলনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিও-য় কোচ গম্ভীরকে দেখা যাচ্ছে তরুণ ভারতীয় দলকে পেপটক দিতে। বিরাট-রোহিতদের অনুপস্থিতিতে ‘নতুন’ ভারতীয় দলকে দুটি বিকল্প দিয়েছেন হেডকোচ। তিনি বলে দিচ্ছেন, পুরো বিষয়টিকে দুভাবে দেখা যায়। এক, আমরা দলের সবচেয়ে অভিজ্ঞ তিনজনকে পাচ্ছি না। দুই, এটাই আমাদের দেশের জন্য কিছু করে দেখানোর সুযোগ। টিম ইন্ডিয়ার তরুণ তুর্কিদের উদ্দশে গম্ভীর বলেন, “তোমাদের দেখলে আমার মনে হয়, তোমাদের মধ্যে খিদে, প্যাশন এবং দায়বদ্ধতা রয়েছে। আমাদের আত্মত্যাগ করতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি প্রত্যেক সেশন, প্রত্যেক ঘণ্টা, প্রত্যেক বলে লড়াই করতে পারি, তাহলে এই সফরটা স্মরণীয় হয়ে থাকবে। আজ এখন থেকেই সেটা শুরু করতে হবে।” তরুণদের তাঁতাতে গম্ভীরের গুরুমন্ত্র, “দেশের হয়ে খেলার থেকে বড় সম্মানের কিছু হতে পারে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement