ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নাটক’ শেষে মুম্বইয়ে ফিরছেন যশস্বী জয়সওয়াল। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, যশস্বীর জন্য ইস্যু করা নো অবজেকশন সার্টিফিকেট বাতিল করা হয়েছে। ফলে ঘরোয়া ক্রিকেটে আবারও মুম্বইয়ের হয়েই খেলতে দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, মাসদুয়েক আগে আচমকাই মুম্বই ছেড়ে গোয়ায় চলে যেতে চেয়েছিলেন যশস্বী।
এমসিএ প্রেসিডেন্ট অজিঙ্ক নাইক সোমবার বলেন, “মুম্বই ক্রিকেট নিয়ে সবসময়েই যশস্বী খুব গর্বিত। তাই ও যখন এনওসি প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানায়, সেই আবেদন আমরা গ্রহণ করেছি। ঘরোয়া ক্রিকেটের আসন্ন মরশুমে মুম্বইয়ের হয়েই খেলবে যশস্বী।” অজিঙ্কর কথায়, যশস্বীর মতো প্রতিভাবান ক্রিকেটারের মুম্বইয়ে থাকাটা অত্যন্ত আনন্দের বিষয়।
যদিও চলতি বছরের শুরু থেকে মুম্বইয়ের সঙ্গে যশস্বীর সম্পর্ক এতখানি মধুর ছিল না। শোনা যায়, মুম্বই টিমের সঙ্গে যশস্বীর বনিবনা হচ্ছিল না। রনজি ট্রফি চলাকালীন নাকি দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সাপোর্ট স্টাফের এক সদস্যের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন তরুণ ব্যাটার। দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে রাহানের ঝামেলা হয়। যশস্বীর শটে খুশি হতে পারেননি মুম্বই অধিনায়ক। ঘটনাচক্রে যশস্বীও নাকি পালটা রাহানের শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দেন। ড্রেসিংরুমে ফিরে রাহানের কিটব্যাগে নাকি লাথিও মেরেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার।
তারপরেই শোনা যায়, মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে যশস্বীর। আগামী মরশুমে তাঁকে খেলতে দেখা যাবে গোয়ার হয়ে। এমনকি যশস্বীর পথ ধরে সূর্যকুমার যাদবও গোয়ার দিকে পা বাড়িয়েছেন বলে খবর শোনা যায়। তবে মাসখানেক এমন ডামাডোল চলার পরে ‘ডিগবাজি’ খান যশস্বী। জানিয়ে দেন তিনি মুম্বইয়ের হয়ে খেলতে চান। অবশেষে তাঁর মুম্বইয়ে ফেরার প্রক্রিয়া শেষ হল সোমবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.