Advertisement
Advertisement
Yashaswi Jaiswal

৩৫৯ দিন দলের বাইরে থেকেও টি-টোয়েন্টির ক্রমতালিকায় প্রথম দশে যশস্বী, কোন অঙ্কে?

গত বছরের ৩০ জুলাই শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

Yashaswi Jaiswal remains in the top 10 in T20 rankings despite being out of the team for 359 days

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:July 23, 2025 4:02 pm
  • Updated:July 23, 2025 4:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৫৯ দিন আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেননি। তা সত্ত্বেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ৬৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় নবম স্থানে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি ব্যাটার।

Advertisement

গত বছরের ৩০ জুলাই ২৩ বছরের এই তারকা শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেই সময় ৭৮১ রেটিং পয়েন্টে ছিলেন যশস্বী। কিন্তু প্রায় এক বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে না খেলায় তাঁর রেটিং পয়েন্ট স্বাভাবিকভাবেই কমেছে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি ক্রিকেটের আসর। মনে করা হচ্ছে, তার আগে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরে আসবেন যশস্বী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান তারকা শাই হোপ। হাতেনাতে এর পুরস্কার পেয়েছেন তিনি। চার ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছেন হোপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে না থাকলেও ট্র্যাভিস হেড র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন। অভিষেক শর্মা এবং তিলক বর্মা ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান ধরে রেখেছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। 

পাকিস্তান তারকা বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের র‍্যাঙ্কিংয়ে অবনমন অব্যাহত। বাবর ও রিজওয়ান রয়েছেন যথাক্রমে ১৩ এবং ১৪তম স্থানে। আপাতত তাঁরা পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অংশ নন। তাঁদের বাদ রেখেই বাংলাদেশের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজ খেলছে পাকিস্তান। যদিও পদ্মাপাড়ের দেশটির বিরুদ্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে সলমন আঘার দল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ