Advertisement
Advertisement
Rinku Singh

সমাজবাদী পার্টির সাংসদের সঙ্গে বিয়ে, আগেই রিঙ্কুকে বড়সড় পদে বসাল যোগী সরকার

রিঙ্কুর জন্য ইতিমধ্যেই এই মর্মে একটি চিঠিও তৈরি করা হয়েছে।

Yogi government already appointed Rinku to a big post after marriage to Samajwadi Party MP

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 26, 2025 1:12 pm
  • Updated:June 26, 2025 1:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউয়ে প্রিয়া সরোজের সঙ্গে বাগদান অনুষ্ঠানের মাধ্যমে এখন লাইমলাইটে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। সম্প্রতি জানা গিয়েছিল, তাঁদের বিয়ে ১৮ নভেম্বরের জায়গায় হবে ফেব্রুয়ারিতে। আর এবার জানা গেল, রিঙ্কুকে বেসিক এডুকেশন অফিসার পদে নিয়োগ করার উদ্যোগ নিয়েছে যোগী সরকার।

উত্তরপ্রদেশ সরকার আন্তর্জাতিক পর্যায়ের অ্যাথলিটদের সম্মানার্থে ২০২২ সাল থেকে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। তাদের ইন্টারন্যাশনাল মেডেল উইনার্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট রুলস-এর অধীনে আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের বিভিন্ন সরকারি পদে নিয়োগ করা হয়। তেমনই রিঙ্কুকেও একটি পদে নিয়োগ করা হবে বলে খবর। সেই কারণে তাঁকে সংশ্লিষ্ট পোর্টালে সমস্ত প্রয়োজনীয় নথি দিতে বলা হয়েছে। সূত্রের খবর, রিঙ্কুর জন্য ইতিমধ্যেই এই মর্মে একটি চিঠিও তৈরি করা হয়েছে। যা তৈরি করেছেন প্রাথমিক শিক্ষার ডিরেক্টর।

এর আগে মহম্মদ সিরাজ, লভলিনা বরগোঁহাইকেও এমন সম্মাননীয় পদে নিয়োগ করা হয়েছিল। সিরাজকে ডিএসপি পদে এবং লভলিনাকে নিয়োগ করা হয় পুলিশে। দুই খেলোয়াড়ই নিজেদের ক্রীড়াক্ষেত্রে সাফল্যের কারণেই এই সম্মান পেয়েছেন। এবার সেই তালিকায় নাম উত্তরপ্রদেশের ভূমিপুত্র রিঙ্কু সিংয়ের।

উল্লেখ্য, রিঙ্কু-প্রিয়ার বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এছাড়াও ছিলেন তাঁর স্ত্রী ডিম্পল যাদব এবং জয়া বচ্চন। হাজির ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা-সহ আরও গণ্যমান্য অতিথি। রিঙ্কুর হবু স্ত্রী প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির সাংসদ নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি’র বিপি সরোজকে ৩০ হাজার ভোটে হারিয়েছিলেন তিনি। তাঁর বাবা তুফানি সরোজ তিনবার সাংসদ ছিলেন। বর্তমানে তিনি কেরাকাটের বিধায়ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement