ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে উত্তাপ চরমে পৌঁছেছিল। ওভালে পিচ কিউরেটরের সঙ্গে প্রবল বচসায় জড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। তিনি নাকি ‘অশ্লীল ভাষায়’ আক্রমণ করেছিলেন পিচ কিউরেটর লি ফর্টিসকে। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন অজি ক্রিকেটার ম্যাথু হেডেন। তিনি মনে করেন, গম্ভীরের আরও সংযত হয়ে কথা বলা উচিত ছিল।
হেডেন বলেন, “পিচ নিয়ে কিউরেটাররা একটু রক্ষণশীল হন। আর ইংল্যান্ডে তো এটা আরও বেশি। পঞ্চম টেস্টের আগে ওখানকার পরিস্থিতি হয়তো অন্যরকম ছিল। সিরিজ জেতার সুযোগ ছিল ওদের। তাই ভারতকে চাপে ফেলতে চেয়েছিল। সেই কারণেই হয়তো ভারতীয় কোচকে পিচ দেখতে দেওয়া হচ্ছিল না প্রথমে।”
প্রাক্তন অজি ওপেনারের কথায়, “গম্ভীর যেটা বলেছেন তাতে কোনও ভুল নেই। ওর সম্পূর্ণ অধিকার আছে কথা বলায়। কিন্তু মনে হয় ও একটু সংযতভাবে, গলার স্বর নামিয়ে কথা বলতে পারত। তাহলে এই বিতর্ক হত না।”
উল্লেখ্য, ওভালে প্রথম অনুশীলনে মাঠের পরিষেবা নিয়ে অখুশি ছিল টিম ইন্ডিয়া। সেই নিয়ে পিচ কিউরেটর ফর্টিসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন গম্ভীর। আঙুল উঁচিয়ে তাঁর দিকে তেড়েও যান তিনি। শোনা যায়, গম্ভীর বলেন, “আমরা কী করব, সেটা আপনি বলার কেউ নন।” ওভালের পিচ কিউরেটর ও অন্যান্য মাঠকর্মীরা গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ করার হুমকিো পর্যন্ত দিয়েছিলেন। উত্তরে একটি অশ্লীল শব্দ বলার পর গম্ভীর বলেন, “যা খুশি করুন। যেখানে অভিযোগ করতে হয় করুন। আপনি একজন মাঠকর্মীর বেশি নন।” তবে ভারতের ব্যাটিং কোচ সীতাংশ কোটাক ও অন্যান্য সদস্যরা দু’পক্ষকে আলাদা করে দেন। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.