Advertisement
Advertisement
WTC final

‘মাঝে মাঝে হারা ভালো’, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতছাড়া হতেই অজিদের কটাক্ষ যুবির

২৭ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা।

Yuvraj Singh takes a slight dig at Australia after losing WTC final
Published by: Anwesha Adhikary
  • Posted:June 15, 2025 6:09 pm
  • Updated:June 15, 2025 6:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ বছর পর ঘুচেছে ‘চোকার্স’ তকমা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ‘শাপমুক্তি’ দক্ষিণ আফ্রিকার। ১১ প্রোটিয়ার দাঁতে দাঁত চাপা লড়াইয়ের কাছে হার মেনেছে অস্ট্রেলিয়া। তারপরেই এক সময়ের প্রবল প্রতিপক্ষ অজিদের খোঁচা দিয়েছেন যুবরাজ সিং। পাশাপাশি এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে।

Advertisement

চলতি বছর ক্রীড়াবিশ্ব অনেক ‘মিরাকল’ দেখেছে। টটেনহ্যাম, প্যারিস সাঁ জাঁ থেকে আরসিবি। এবার তাতে নাম জুড়ল দক্ষিণ আফ্রিকারও। এডেন মার্করামের সেঞ্চুরি, চোট নিয়ে অধিনায়ক টেম্বা বাভুমার লড়াকু ইনিংস, প্রোটিয়া পেসারদের আগুনে বোলিং-সব মিলিয়ে দলগত প্রচেষ্টায় কাপ জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে পিছিয়ে পড়লেও ‘চোক’ করেনি দল। বরং ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বের করে নিয়েছে। প্রথমবার আইসিসি টুর্নামেন্টজয়ী দক্ষিণ আফ্রিকার প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেটদুনিয়া।

প্রোটিয়াদের শুভেচ্ছা জানিয়েছেন জোড়া বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘২৭ বছরের খরা কাটাল ২০২৫-এর ছেলেরা। দারুণভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে দক্ষিণ আফ্রিকা। আমি সবসময় মনে করি টেস্ট ক্রিকেটের চেয়ে বড় পরীক্ষা আর কিছু হয় না। সেই পরীক্ষায় দারুণভাবে পাশ করেছে দক্ষিণ আফ্রিকা।’ জয়ের জন্য পাঁচ ক্রিকেটারকে আলাদাভাবে কৃতিত্ব দিয়েছেন যুবি। তাঁর মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই এরকমই হাড্ডাহাড্ডি হওয়া উচিত।

তবে নিজের পোস্টের শেষদিকে অজিদের হালকা খোঁচা দিতেও ভোলেননি যুবরাজ। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার ভাগ্যটা খারাপ। তবে কি জানো, একটা ট্রফি হারানো মাঝে মাঝে বেশ ভালো।’ এই বার্তার সঙ্গে চোখ টিপে জিভ ভেঙানোর ইমোজিও দিয়েছেন যুবি। নেটিজেনদেরও বেশ মনে ধরেছে যুবির এই খোঁচা। আসলে ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ-দু’টো ফাইনালেই অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। তাই এবারের ফাইনালে অজিরা হারতেই খুশি ভারতীয় ক্রিকেটভক্তরাও। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ