ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। তাই তাঁর কাঁধে ভর দিয়েই নিজের কেরিয়ার গোছাতে চাইছেন আরজে মাহভাশ! ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর চাহালের সঙ্গে মাহভাশের ঘনিষ্ঠতা নিয়ে এমনই কটাক্ষ ধেয়ে আসছে। স্টেডিয়ামের গ্যালারি থেকে মাঠের বাইরে নানা স্থানে একসঙ্গে দেখা গিয়েছে চাহাল ও মাহভাশকে। যদিও প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তারকা যুগল। কিন্তু চাহালের কাছাকাছি যেতেই বারবার ট্রোলড হতে হচ্ছে মাহভাশকে। আর এবার সেসব ট্রোলের জবাব দিতে একপ্রকার বিস্ফোরণই ঘটালেন তিনি।
সোশাল মিডিয়ায় বেশ চেনা মুখ আরজে মাহভাশ। কিন্তু নেটিজেনদের একটা বড় অংশের দাবি, চাহালের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠতা’র পরই নাকি আরও জনপ্রিয় হয়ে উঠেছেন মাহভাশ। বলতে গেলে চাহালকেই নিজের সাফল্যের সিঁড়ি বানিয়ে তরতর করে এগিয়ে যেতে চাইছেন তিনি। এহেন কটাক্ষ শুনে আর চুপ করে থাকতে পারেননি মাহভাশ। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের কেরিয়ারের খতিয়ান তুলে ধরেছেন তিনি। সাফ জানিয়েছেন, পরিশ্রম করে ধীরে ধীরে কীভাবে এত দূর পৌঁছেছেন তিনি। সেখানে যে ভারতীয় স্পিনারের আলাদা কোনও ভূমিকা নেই, তা-ও স্পষ্ট করে দিতে চেয়েছেন।
নিজের সোশাল অ্যাকাউন্টে যে ভিডিওটি পোস্ট করেছেন মাহভাশ, সেখানে দেখা যাচ্ছে তাঁর নানা কাজের দৃশ্য। নিজের প্রোযজনা সংস্থার কাজ থেকে ক্রিকেটে সঞ্চালনার বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন। আয়ুষ্মান খুরানা থেকে করণ জোহর-সহ বলিউড তারকাদের সঙ্গে ছবিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতেই জানিয়েছেন, “এই ইন্ডাস্ট্রিতে ২০১৯ সাল থেকে কাজ করছেন। আসুন দেখাই এর আগে কী কী করেছি।” ভিডিওর ক্যাপশনে মাহভাশ লেখেন, ‘যতক্ষণ না নিজের জন্য কথা বলবেন, কেউ আপনার হয়ে বলবে না।’
View this post on Instagram
এর আগে প্রেম ও বিয়ে প্রসঙ্গে মাহভাশ বলেছিলেন, তিনি সিঙ্গল। আর বিয়ের বিষয়টা ঠিক তাঁর মাথায় ঢোকে না। তাই এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তবে চাহালের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে প্রেমের গুঞ্জন ছড়াতে এতটুকুও কার্পণ্য করছেন না নেটপাড়ার বাসিন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.