ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদের সময় আত্মহত্যার কথা ভাবতেন! পডকাস্টে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। চলতি বছরই ধনশ্রী বর্মার (Dhanashree Verma) সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তারকা স্পিনারের। তারপর এই প্রথমবার নিজের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বললেন তিনি। সাফ জানালেন, বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন অবসাদে ভুগতেন। ভাবতেন আত্মহত্যা নিয়েও।
দীর্ঘ পাঁচ বছরের বিবাহিত জীবন ছিল চাহালের। কিন্তু যথেষ্ট তিক্তভাবে শেষ হয় ধনশ্রীর সঙ্গে তাঁর সম্পর্ক। যখন বিচ্ছেদের দিকে এগোচ্ছেন লেগস্পিনার, তখন গভীর অবসাদে ভুগতে শুরু করেন। বিরতি নেন ক্রিকেট থেকেও। পডকাস্টে তিনি বলেন, “অ্যাংজাইটি অ্যাটাক হত আমার। অবসাদে ভুগছিলাম। সোশাল মিডিয়ায় আমাকে নিয়ে যা লেখা হয়, সেই দেখে আত্মহত্যার কথা ভাবতাম। কখনও প্রচণ্ড কাঁপুনি দিত, আবার কখনও এসি চালিয়েও দরদর করে ঘামতাম।”
ভারতীয় ক্রিকেটারের কথায়, ক্রিকেটের ব্যস্ততা সামলে স্ত্রীকে সময় দিতে পারতেন না। ফলে বৈবাহিক জীবনে যে আশা নিয়ে দু’জনে যাত্রা শুরু করেছিলেন, তা পরিপূর্ণ হয়নি। চাহাল বলেন,”কখনও দু’টি মানুষের মিল হয়না। আমি ক্রিকেটে ব্যস্ত, ও নিজের কাজে। সেভাবে দেখা হত না। আমি ক্রিকেট নিয়ে এতটাই ডুবে থাকতাম যে সম্পর্ক নিয়ে ভাবার সময়ই ছিল না।” তবে ধনশ্রীকে খানিক খোঁচা দিয়ে চাহাল বলেন, ১৮-২০ বছর ধরে যে লক্ষ্যের জন্য পরিশ্রম করেছেন সেটা সম্পর্কের জন্য় ছেড়ে দেওয়া যায় না। স্ত্রী হিসাবে লক্ষ্য অর্জনে পাশে থাকা উচিৎ।
একই সঙ্গে স্বামী হিসাবে নিজের কিছু দোষও স্বীকার করে নিয়েছেন চাহাল। কিন্তু বিবাহবিচ্ছেদ চলাকালীন যেভাবে তাঁকে ‘চিটার’ তকমা দিয়েছিল সমাজমাধ্যম, তার তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, “জীবনে কোনওদিন আমি কাউকে ঠকাইনি। আমার থেকে বিশ্বস্ত আর কাউকে পাবে না। যারা আমার কাছের, তাদের থেকে আমি কোনওদিন কিছু চাই না, কেবল দিই।” তবে বিবাহবিচ্ছেদের পরে এখন খুশি আছেন বলেই জানান চাহাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.